Categories
অর্থনীতি

পুজোর মরসুমে বাড়ল সোনার দাম, জানুন কলকাতায় ১০ গ্ৰাম সোনার বাজারদর

সপ্তাহান্তে আবার ঊর্ধ্বগতি দেখতে পাওয়া গেল সোনার এবং রুপোর মূল্যের। কিছুদিন আগে সোনার মূল্যে আকস্মিক ধ্বস নামায় পুজোর মরসুমে বেশ আশার আলো দেখছিলেন ক্রেতারা। কারণ এসময়েই আসন্ন উৎসবের জন্য গয়না কেনার পরিকল্পনা করছিলেন অনেকেই। এই দুর্গাপূজা দিয়েই বাঙালির বারো মাসে তেরো পার্বনের সূচনা হয়ে যাবে। কিন্তু আজ আবার দাম বেড়ে যাওয়ায় নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের কপালে।

পুজোর আগে আবার সোনার দাম বাড়ায় বেশ চিন্তায় রয়েছেন সবাই। আজকে গতকালের থেকে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য বেড়ে বর্তমানে হয়েছে ৪৬,৬৫০ টাকা এবং ১ গ্রাম সোনার মূল্য হয়েছে ৪,৬৬৫ টাকা। ২২ ক্যারেট সোনার পাশাপাশি ২৪ ক্যারেট সোনার মূল্যবৃদ্ধিতেও বেশ চিন্তায় পড়েছেন ক্রেতারা। আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য গতকালের থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০,৮৯০ টাকা এবং ১ গ্রাম সোনার মূল্য হয়েছে ৫,০৮৯ টাকা। অন্যদিকে সোনার সঙ্গে দাম বেড়েছে রুপোরও। গতকালের থেকে দাম বেড়ে প্রতি কেজি রুপোর বর্তমান মূল্য হয়েছে ৫৪,২০০ টাকা এবং ৮ গ্রাম রুপোর মূল্য হয়েছে ৪৩৩.৬০ টাকা।

 

দেশীয় বাজারের সোনার মূল্য অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের সোনার মূল্যের উপরে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের মূল্য বৃদ্ধি ঘটলে দেশীয় বাজারেও তার প্রভাব পড়ে। করোনার সময় আন্তর্জাতিক বাজারে আকাশছোঁয়া হয়েছিল হলুদ ধাতুর মূল্য। সেইকারণে দেশীয় বাজারেও সোনার মূল্য হয়েছিল রেকর্ড দর। ২০২১ সালে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সোনার মূল্য হয়েছিল ৫৬,২০০ টাকা। আজকে সোনার দাম আগের দিনের থেকে বৃদ্ধি পেলেও রেকর্ড দরের থেকে ৯,৫৫০ টাকা কম। সোনার দাম আবার করে নাগালের মধ্যে আসার অপেক্ষায় রয়েছেন মধ্যবিত্তরা।

Categories
অর্থনীতি

Gold Price Today: রেকর্ড দরের চেয়ে প্রায় ৮ হাজার টাকা কমল সোনার দাম, জানুন আজকের বাজারদর

পুজোর ঢাক বেজে উঠেছে শহরতলিতে। সামনেই আসছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। হাতে রয়েছে আর কয়েকটা দিন। এইসময় শাড়ি, জামাকাপড় কেনার পাশাপাশি সোনার অলংকার কেনারও হিড়িক বেড়ে যায় মানুষের। কমবেশি আমরা সকলেই সোনার অলংকার ব্যবহার করি। আর এরই মধ্যে চলতি সপ্তাহের লক্ষ্মীবার বৃহস্পতিবারে গত দিনের তুলনায় ফের দাম বাড়ল সর্বাধিক চাহিদা সম্পন্ন এই হলুদ ধাতুর। এর ফলে ফের দুশ্চিন্তায় পড়লেন সাধারণ মধ্যবিত্ত মানুষেরা।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। এমনিতেই পুজো উপলক্ষে বাঙালিদের মধ্যে সোনা কেনার প্রবণতা বেড়ে যায়। আর তারই মধ্যে সোনার দামের এই মূল্যবৃদ্ধি অনেকটাই হতাশ করল সাধারণ মানুষদের। আজ বৃহস্পতিবার বেলা এগারোটা অনুযায়ী ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম গত দিনের তুলনায় ২৭০ টাকা বেড়ে হয়েছে ৫০,৮৯০ টাকা (Gold Prices) হয়েছে। একইভাবে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ২৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬,৬৫০ টাকায়। আজ সকাল সাতটা অনুযায়ী ২২ ক্যারেট গহনার সোনার দাম ছিল ৪৮,৫৫০ টাকা। প্রতি কেজি রুপোর বাটের মূল্য (বেলা ১১টা অনুযায়ী) ১ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪,২০০ টাকা।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের সময় সোনার দাম ঊর্ধ্বমুখী হতে হতে আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে রেকর্ড দর ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। আজ সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার সোনার দাম রেকর্ড দরের থেকে ৭,৬৫০ টাকা কম রয়েছে।

Categories
অর্থনীতি

Gold Price Today: হুড়মুড়িয়ে কমল সোনার দাম, রেকর্ড দরের চেয়ে সস্তা ৯,৮০০ টাকা

চলতি সপ্তাহের তৃতীয় দিনে সোনার দাম অবিশ্বাস্যভাবে কমে গিয়েছে। এই খবর নিঃসন্দেহে ক্রেতাদের কাছে বিশাল প্রাপ্তি। কারণ পুজোর মরশুমে সোনার দাম কমে গেলে অনেকটাই স্বস্তিতে থাকবেন মধ্যবিত্তরা।

বেশ কয়েকদিন ধরে সোনার দামের ক্রমাগত ঊর্ধ্বপতন বেশ চিন্তায় ফেলে দিয়েছিল সবাইকে। আজ অর্থাৎ বুধবার ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট উভয়ের দামই অনেকটা কমে গিয়েছে। আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫০০ টাকা কমে হয়েছে ৪৬,৪০০ টাকা এবং ৮ গ্রামের দাম ৪০০ টাকা কমে হয়েছে ৩৭,১২০ টাকা । পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৪০ টাকা কমে হয়েছে ৫০,৬২০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪ টাকা কমে হয়েছে ৫,০৬২ টাকা এবং ৮ গ্রামের দাম হয়েছে ৪০,৪৯৬ টাকা। সব মিলিয়ে ২২ ও ২৪ ক্যারেট সোনার ১,৮,১০ এবং ১০০ গ্রামের ক্ষেত্রে মোট দাম কমেছে ১২ হাজার টাকারও বেশি । সোনার বাজারে আকস্মিক ধ্বস নামলেও রুপোর মূল্য আগের থেকে বৃদ্ধি পেয়েছে অনেকটাই। গতকাল প্রতি কেজি রুপোর বাটের মূল্য ছিল ৫৩,৪৫০ টাকা যা আজ সকাল ৭টা অনুযায়ী ৭০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪,১৫০ টাকা।

দেশীয় বাজারে সোনার দামের এই আচমকা দাম কমে যাওয়ার পিছনে আন্তর্জাতিক বাজারে সোনার দামের মূল্য অনেকটাই নির্ভরশীল। এর আগে ২০২০ সালে করোনার সময় সোনার দাম আকাশছোঁয়া হয়েছিল। ওই বছরের অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ২২ ক্যারেট সোনার মূল্য ছিল ৫৬,২০০ টাকা যা এখন পর্যন্ত রেকর্ড দর। আজ সোনার দাম রেকর্ড দরের থেকে ৯,৮০০ টাকা কম। ক্রেতারা যে এই কারণে নতুন করে আশার আলো দেখছেন সেটা বলাই বাহুল্য।

Categories
অর্থনীতি

Gold Price Today: রেকর্ড দরের চেয়ে কমল প্রায় ৮,০০০ টাকা, জেনে নিন আজকের বাজারমূল্য

পুজোর মরসুমে ফের দাম বাড়ল সোনার। ফলে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে গ্রাহকদের কপালে। আসন্ন উৎসবের আগে সোনার মূল্যের উত্থান পতনের দিকে তাকিয়ে মধ্যবিত্তরা। কারণ দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই সময়েই নতুন নতুন গয়না গোড়ার দিকে ঝোঁক বাড়ে সবারই। তাই সোনার দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেলে অনেকটাই চিন্তা বাড়বে ক্রেতাদের।

এই মাসের শুরুতেই বৃদ্ধি পেয়েছিল হলুদ ধাতুর মূল্য। চলতি সপ্তাহের দ্বিতীয় দিনেও অব্যাহত সেই ঊর্ধ্বপতন। কলকাতায় ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট উভয়ের মূল্যই গতকালের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের মূল্য বর্তমানে হয়েছে ৪৮,৮০০ টাকা। পাশাপাশি ২২ ক্যারেট হলমার্ক সোনার মূল্য গতকালের থেকে বৃদ্ধি পেয়েছে আজকে হয়েছে ৪৯,৫৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটের মূল্যবৃদ্ধিও সমানভাবে চিন্তায় ফেলেছে গ্রাহকদের। আজকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য আগের দিনের থেকে বেড়ে হয়েছে ৫১,৪৫০ টাকা। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। গতকাল প্রতি কেজি রুপোর বাটের মূল্য ছিল ৫৩,২০০ টাকা। আজকে ২৫০ টাকা বেড়ে হয়েছে ৫৩,৪৫০ টাকা।

দেশীয় বাজারে সোনার এবং রুপোর দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। আগের মাসে কিছুটা কমেছিল সোনার দাম। তাতে বেশ আশার আলো দেখছিলেন সবাই। তবে করোনাকালে সোনার দাম আকাশছোঁয়া হয়েছিল। ২০২০ সালের অগস্ট মাসে সোনার দাম হয়েছিল ৫৬,২০০ যা রেকর্ড দর বলে ধরা হয়। আজকে সোনার দাম আগের দিনের থেকে বৃদ্ধি পেলেও রেকর্ড দরের থেকে ৭,৪০০ টাকা কম।

Categories
অর্থনীতি

Gold Price Today: হুড়মুড়িয়ে কমল সোনার দাম, রেকর্ড দরের চেয়ে সস্তা ৯,৫৫০

এই সপ্তাহের শুরুতে কিছুটা স্বস্তিতে সোনার ক্রেতারা। দুর্গাপূজার আগে হলুদ ধাতুর মূল্য কমে গিয়ে অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে মধ্যবিত্তদের । কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দিয়েই মূলত শুরু হবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বঙ্গ নারীদের কাছে নতুন গয়নায় সেজে ওঠার সময় এই উৎসবই।

আগের সপ্তাহে সোনার দামের ঊর্ধ্বপতন অনেকটাই চিন্তায় ফেলে দিয়েছিল সবাইকে। কিন্তু এই সপ্তাহের শুরুতে অনেকটাই দাম কমেছে সোনার। গতকাল অর্থাৎ রবিবার ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৮,৭০০ টাকা। আজকে অর্থাৎ সোমবার তা ২,০৫০ টাকা কমে হয়েছে ৪৬,৬৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার গতকালের মূল্য ছিল ৫১,৩৫০ টাকা যা কমে বর্তমানে হয়েছে ৫০,৮৯০ টাকা । সোনার সঙ্গে রুপোর দামও গতকালের তুলনায় কমেছে । গতকাল প্রতি কেজি রুপোর বাটের মূল্য ছিল ৫৩,২০০ টাকা। আজকে প্রতি কেজি রুপোর মূল্য হয়েছে ৫২,৫০০ টাকা।

আন্তর্জাতিক বাজারের উপরে অনেকটাই নির্ভর করে দেশীয় বাজারে সোনার এবং রুপোর মূল্য। করোনার সময় সোনার মূল্য একসময় আকাশছোঁয়া হয়েছিল। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ২২ ক্যারেট সোনার মূল্য হয়েছিল ৫৬,২০০ টাকা। এই মূল্যকেই এখনো পর্যন্ত রেকর্ড দর বলে ধরা হয়েছে। গতকাল সোনার দামের মূল্য রেকর্ড দরের থেকে ৭,৫০০ টাকা কম ছিল। আজকে হলুদ ধাতুর মূল্য রেকর্ড দরের থেকে ৯,৫৫০ টাকা কমেছে। এই কারণে চিন্তার ভাঁজ সরে গিয়ে কপালে হাসি ফুটেছে ক্রেতাদের।

Categories
অর্থনীতি

রেকর্ড দরের চেয়ে সস্তা হল প্রায় ৮,০০০ টাকা, জানুন আজকের বাজারদর

সোনার মূল্যের ঊর্ধ্বপতন আজকেও অব্যাহত। বাঙালির অন্যতম প্রিয় উৎসব দুর্গাপূজা প্রায় এসেই গিয়েছে। এই অবস্থায় প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে সোনার মূল্য। ফলে কপালে ভাঁজ পড়ছে ক্রেতাদের।

গতকালের তুলনায় আবার বাড়ল সোনার দাম। ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট উভয়ের দামই বৃদ্ধি পেয়েছে আজকে অর্থাৎ শনিবারে। গতকাল অর্থাৎ শুক্রবার ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৮,৬০০ টাকা। আজ ১০০ টাকা বেড়ে হয়েছে ৪৮,৭০০ টাকা। অন্যদিকে হলমার্ক সোনার দামও সমান হারে বৃদ্ধি পেয়েছে।

গতকালের থেকে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ৪৯,৪৫০ টাকা। দাম বেড়েছে ২৪ ক্যারেট পাকা সোনারও। আজকে সকল ৭টা অনুযায়ী ২৪ ক্যারেট পাকা সোনার বর্তমান মূল্য গতকালের থেকে ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫১,৩৫০ টাকা। অন্যদিকে, সোনার সাথে তাল মিলিয়ে দাম বৃদ্ধি পেয়েছে রুপোরও। গতকাল প্রতি কেজি রুপোর বাটের মূল্য ছিল ৫২,৯০০ টাকা। আজ ৩০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৩,২০০টাকা।

আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে দেশীয় বাজারেও মূল্যবৃদ্ধি ঘটে সোনা এবং রুপোর। করোনা মহামারীর সময় সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সোনার মূল্য হয়েছিল ৫৬,২০০ টাকা যা এখন পর্যন্ত রেকর্ড দর। গত কয়েকদিন ধরে সোনার দাম বৃদ্ধি পেলেও আজ সোনার দাম রেকর্ড দরের থেকে ৭,৫০০ টাকা কমে গিয়েছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তিতে থাকলেও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না।

Categories
অর্থনীতি

Gold Price Today: রেকর্ড দরের চেয়ে সস্তা প্রায় ৮ হাজার টাকা, জেনে নিন আজকের বাজারমূল্য

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজোর আগে সোনার দামের ফের ঊর্ধ্বপতন দেখতে পাওয়া গেল। এর ফলে আগামী দিনের জন্য সোনার গয়না কেনার আগে ক্রেতারা দুশ্চিন্তার মধ্যে থাকবেন।

মাসের শুরুর দিকেই সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। গতকাল অর্থাৎ শুক্রবার ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার মূল্যের তুলনায় আজকে সোনার দাম বেড়েছে। আজ অর্থাৎ শনিবার ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৪৮,৬০০ টাকা যা গতকালের থেকে ১৫০ টাকা বেশি। অন্যদিকে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের মূল্য গতকালের থেকে সমানহারে বৃদ্ধি পেয়ে আজ হয়েছে ৪৯,৩৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামেও পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। আজকে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৫১,২০০ টাকা। গতকাল এর মূল্য হয়েছিল ৫১,০৫০ টাকা। অর্থাৎ আজ ২৪ ক্যারেট সোনার দামের মূল্য গতকালের থেকে ২২ ক্যারেটের হারেই বৃদ্ধি পেয়েছে। দামের মূল্যবৃদ্ধি ঘটেছে রুপোরও। শুক্রবার প্রতি কেজি রুপোর বাটের মূল্য ছিল ৫২,৪০০ টাকা। সেই দাম ৫০০ টাকা বেড়ে আজ হয়েছে ৫২,৯০০ টাকা।

আন্তর্জাতিক বাজারের উপরে অনেকাংশেই নির্ভর করে সোনার এবং রুপোর দামের মূল্য। দেশীয় বাজারেও এর অনেকটাই প্রভাব পড়ে। করোনার সময় সোনার দামের মূল্য মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। সেই সময় অগাস্ট মাসে সোনার দাম ছুঁয়েছিল ৫৬,২০০ টাকা, যা এখনো পর্যন্ত রেকর্ড দর বলে ধরা হয়। আজকে সোনার দাম বৃদ্ধি পেলেও রেকর্ড দরের থেকে ৭,৬০০ টাকা কমেছে যা কিছুটা স্বস্তিতে রাখবে ক্রেতাদের।

Categories
অর্থনীতি

Gold Price Today: লক্ষ্মীবারে সোনার দামে আমূল পরিবর্তন, রেকর্ড দরের চেয়ে কমল ৭,২৫০ টাকা

প্রাচীনকাল থেকেই আমাদের মধ্যে সোনা (Gold) পরার চল রয়েছে। সোনা এই নামটার সাথে প্রতিটি মানুষেরই একটা আলাদা রকমের অনুভূতি জড়িয়ে রয়েছে। সোনার অলংকার ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। সামনেই আসতে চলেছে বিয়ের মরশুম এবং বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর এরই মধ্যে গতদিন সামান্য একটু দাম বাড়ার পর ফের আজ দাম কমল সর্বাধিক চাহিদা সম্পন্ন এই হলুদ ধাতুর। আজ লক্ষ্মীবারে অর্থাৎ চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবারে সামান্য কিছুটা দাম কমল হলুদ ধাতুর দর। এর ফলে মুখে হাসি ফুটেছে সাধারন মধ্যবিত্ত মানুষের।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। এমনিতেই পুজো উপলক্ষে বাঙালিদের মধ্যে সোনা কেনার হিড়িক বেড়ে যায়। আর তারই মধ্যে সোনার দামের এই সামান্য পতন একটু হলেও স্বস্তি দিয়েছে সাধারণ মানুষদের। আজ বৃহস্পতিবার ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম গত দিনের তুলনায় ৩০০ টাকা কমে হয়েছে ৫১,৬০০ টাকা (Gold Prices) হয়েছে। ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৩০০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৯,৭০০ টাকায়। আবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দামও গতদিনের তুলনায় ৩০০ টাকা কমে হয়েছে ৪৮,৯৫০ টাকা। এই দিন কলকাতায় প্রতি কেজির উপর রুপোর (Silver) বাটের দাম হয়েছে ৫৪,৩৫০ টাকা। প্রতি কেজিতে খুচরো রুপোর উপর দাম হয়েছে ৫৪,৪৫০ টাকা।

উল্লেখ্য ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের সময় সোনার দাম ঊর্ধ্বমুখী হতে হতে আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে রেকর্ড দর ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। আজ বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ দিনেই সোনার দাম রেকর্ড দরের থেকে ৭২৫০ টাকা কমে গিয়ে হয়েছে ৪৮,৯৫০ টাকা।

Categories
অর্থনীতি

সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৭,০০০ টাকা

সোনার মূল্যের নিম্নগতি নতুন করে আশার আলোর সঞ্চার করছে ক্রেতাদের মধ্যে। চলতি মাসের শেষ মঙ্গলবারে গতকালের থেকে অনেকটাই কমেছে হলদু ধাতুর মূল্য। এই কারণে অনেকটাই স্বস্তিতে গয়নাপ্রেমীরা।

প্রতিদিনই পরিবর্তন ঘটছে সোনার মূল্যের। আজকে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে সোনার দাম। ২২ ক্যারাট গয়না সোনার ১০ গ্রামের মূল্য গতকাল ছিল ৪৯,৫৫০ টাকা। ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে আজ গয়নার সোনার মূল্য হয়েছে ৪৯,১৫০ টাকা যা গতকালের থেকে ৪০০ টাকা কম। অন্যদিকে ২২ ক্যারাট হলমার্ক সোনার মূল্য সকাল ৭টা অনুযায়ী আজকে হয়েছে ৪৯,৯০০ টাকা। মূল্যের পরিবর্তন ঘটেছে ২৪ ক্যারাটেরও। আজকে ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৫১,৮৫০ টাকা। রুপোর দাম যেহেতু সোনার দামের সাথে তাল মিলিয়ে চলে , সেই কারণে রুপোর দামের মূল্যেরও হেরফের ঘটেছে। আজকে প্রতি কেজি রুপোর বাটের মূল্য হয়েছে ৫৪,৫৫০ টাকা।

করোনার কারণে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দেশীয় বাজারেও মূল্য বৃদ্ধি ঘটেছিল সোনার দামের। ২০২০ সালের অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সোনার মূল্য হয়েছিল ৫৬,২০০ টাকা , যা এখনো পর্যন্ত রেকর্ড দর বলে ধরা হয়। আজকে সোনার মূল্য রেকর্ড দরের থেকে ৭,০৫০ টাকা কমেছে যা সবার কাছেই বেশ খুশির খবর।

Categories
অর্থনীতি

Gold Price Today: স্বর্ণের ভরিতে বড়সড় পরিবর্তন, জানুন আজকের বাজারমূল্য

গত সপ্তাহের প্রথমদিনে সোনার দামের উর্দ্ধগতি দেখতে পাওয়া গেলেও এই সপ্তাহের শুরুতে অনেকটাই পরিবর্তন ঘটেছে সোনার মূল্যের । মূল্যের কিছুটা উত্থান পতন ঘটলেও আশার আলো দেখতে পাচ্ছেন ক্রেতারা।

চলতি মাসের শেষ সপ্তাহে উল্লেখযোগ্যভাবে দাম কমেছিল ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার মূল্যের । গতকাল অর্থাৎ রবিবার ২২ ক্যারাট গয়না সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৭,৩০০ টাকা। আজ সকাল ৭টা অনুযায়ী সেই মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৪৯,৫৫০ টাকায়। অন্যদিকে সকাল ১১টা অনুযায়ী ২২ ক্যারাট হলমার্ক সোনার মূল্য হয়েছে ৪৭,১৫০ টাকা। দামের অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে ২৪ ক্যারাটেও। ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের মূল্য গতকাল ছিল ৫২,২০০ টাকা। আজকে ৭৭০ টাকা কমে সকাল ১১ টা অনুযায়ী দাম হয়েছে ৫১,৪৩০ টাকা। গত দিনের থেকে কমেছে রুপোর বাটের মূল্য। প্রতি এক কেজি রুপোর বাটের গতকালের মূল্য ছিল ৫৫,৪০০ টাকা। আজ প্রতি কেজি রুপোর বাটের মূল্য ১,৪০০ টাকা কমে হয়েছে ৫৪,০০০ টাকা।

২০২০ সালে করোনাকালে সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে এর মূল্য ছিল ৫৬,২০০ টাকা যা এখনো পর্যন্ত রেকর্ড। স্বস্তির খবর এখনো পর্যন্ত সোনার মূল্য রেকর্ড দরকে ছাড়িয়ে যেতে পারেনি। চলতি মাসের শেষ সোমবারে সোনার মূল্য রেকর্ড মূল্যের থেকে ৬,৬৫০ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারের উপরে দেশীয় বাজারের মূল্য নির্ভর করার কারণেই এই রকম মূল্যের উঠা নাম দেখতে পাওয়া যায়।