April 20, 2024

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজোর আগে সোনার দামের ফের ঊর্ধ্বপতন দেখতে পাওয়া গেল। এর ফলে আগামী দিনের জন্য সোনার গয়না কেনার আগে ক্রেতারা দুশ্চিন্তার মধ্যে থাকবেন।

মাসের শুরুর দিকেই সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। গতকাল অর্থাৎ শুক্রবার ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার মূল্যের তুলনায় আজকে সোনার দাম বেড়েছে। আজ অর্থাৎ শনিবার ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৪৮,৬০০ টাকা যা গতকালের থেকে ১৫০ টাকা বেশি। অন্যদিকে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের মূল্য গতকালের থেকে সমানহারে বৃদ্ধি পেয়ে আজ হয়েছে ৪৯,৩৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামেও পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। আজকে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৫১,২০০ টাকা। গতকাল এর মূল্য হয়েছিল ৫১,০৫০ টাকা। অর্থাৎ আজ ২৪ ক্যারেট সোনার দামের মূল্য গতকালের থেকে ২২ ক্যারেটের হারেই বৃদ্ধি পেয়েছে। দামের মূল্যবৃদ্ধি ঘটেছে রুপোরও। শুক্রবার প্রতি কেজি রুপোর বাটের মূল্য ছিল ৫২,৪০০ টাকা। সেই দাম ৫০০ টাকা বেড়ে আজ হয়েছে ৫২,৯০০ টাকা।

আন্তর্জাতিক বাজারের উপরে অনেকাংশেই নির্ভর করে সোনার এবং রুপোর দামের মূল্য। দেশীয় বাজারেও এর অনেকটাই প্রভাব পড়ে। করোনার সময় সোনার দামের মূল্য মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। সেই সময় অগাস্ট মাসে সোনার দাম ছুঁয়েছিল ৫৬,২০০ টাকা, যা এখনো পর্যন্ত রেকর্ড দর বলে ধরা হয়। আজকে সোনার দাম বৃদ্ধি পেলেও রেকর্ড দরের থেকে ৭,৬০০ টাকা কমেছে যা কিছুটা স্বস্তিতে রাখবে ক্রেতাদের।