April 25, 2024

বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে বেশিভাগ মানুষ ব্যাংক কোনো সেভিংস অ্যাকাউন্টের থেকে পোস্ট অফিস বা ডাক বিভাগের উপরে বেশি আস্থা রাখছে। কারণে সুরক্ষিত সেভিংস এবং লাভজনক রিটার্নের ক্ষেত্রে এখন পোস্ট অফিসের কোন বিকল্প নেই। বর্তমানে বিনিয়োগকারীদের জন্য অনেক লাভজনক স্কিম নিয়ে আসছে পোস্ট অফিস। সঠিক স্কিমে সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে বেশ লাভবান হবেন গ্রাহকরা।

কম বিনিয়োগে অসাধারণ রিটার্নের জন্য ‘সুমঙ্গল রুরাল পোস্টার লাইফ ইন্সুরেন্স’ স্কিমটি এখন বেশ লাভজনক। ভারতীয় ডাক বিভাগের এই প্রকল্পে ১৯ থেকে ৪৫ বছর বয়সের যে কোনো ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারবেন। এটি আসলে একটি এন্ডওমেন্ট প্ল্যান। বিভিন্ন কারণে অনেক ব্যক্তির বারংবার টাকার প্রয়োজন হয়ে পড়ে। তাঁদের ক্ষেত্রে বেশ লাভজনক এই স্কিমটি। কারণ এর ফলে যে ব্যক্তি বিমা করছেন তিনি জীবিত থাকাকালীনই বিনিয়োগের অর্থ ফেরত পেয়ে যাবেন। এই প্রকল্পে দৈনিক ৯৫ টাকা অর্থাৎ মাসিক ২৮৫০ টাকা জমা করলে ম্যাচিউরিটির পরে গ্রাহকদের প্রাপ্ত অর্থের পরিমাণ ১৪ লক্ষ টাকার বেশি হতে পারে। এক্ষেত্রে যদি বিনিয়োগকারীর বয়স ২৫ বছর হয় তাহলে ২০ বছরের জন্য এই প্রকল্প গ্রহণ করা যাবে। তবে এই প্রকল্পে কিস্তিতেও বিনিয়োগের সুযোগ রয়েছে গ্রাহকদের কাছে। তিন মাসের জন্য কিস্তি পরিশোধ করলে ৮,৮৫০ টাকা এবং ৬ মাসের জন্য পরিশোধ করলে গ্রাহককে ১৭,১০০ টাকা দিতে হবে।

এছাড়া এই প্রকল্পে রয়েছে আরও একটি বড় সুবিধা। পলিসির ধারক মারা গেলে ১০ লক্ষ টাকার নিশ্চিত বিমারাশি ছাড়াও বোনাস পাওয়া যাবে এই প্রকল্প থেকে। এই পলিসির সর্বোচ্চ মেয়াদ হল ২০ বছর এবং সর্বনিম্ন ১৫ বছর। গ্রাহক যদি ১৫ বছরের জন্য এই প্রকল্প গ্রহণ করেন তাহলে ৯ বছর এবং ১২ বছর পরে বীমার মোট অর্থের ২০ শতাংশ অর্থ ফেরত পাবেন। ম্যাচিউরিটির সময় বাকি অর্থ বোনাসের সাথে দেওয়া হবে। অন্যদিকে, ২০ বছরের জন্য এই প্রকল্প গ্রহণ করলে ১২ এবং ১৬ বছরে বীমার অর্থের ২০ শতাংশ অর্থ ফেরত পাবেন গ্রাহকরা এবং বাকি অর্থ ম্যাচিউরিটির সময় বোনাস সহযোগে পাওয়া যাবে।