বর্তমানে সোশ্যাল মিডিয়া (Social Media) আমাদের ভিতরের লুকানো প্রতিভা তুলে ধরার প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু সুপ্ত প্রতিভা থাকে। যা আমরা হয়তো সঠিকভাবে প্রদর্শন করতে পারিনা। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার হাত ধরে সে সমস্ত প্রতিভার আত্মপ্রকাশ হয়। আজকাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সে সমস্ত ভিডিওতে দেখা যায় অনেকেই নানানরকমের শিল্পকলা কে তুলে ধরছেন। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার সাইটে অ্যাকাউন্ট খুলে থাকি। আর সেই জন্যই এই সমস্ত ভিডিও গুলি আমরা দেখতে পাই। নাচ-গান- আঁকা -আবৃত্তি ইত্যাদি শিল্পীসত্তা সোশ্যাল মিডিয়ার হাত ধরে আজকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
এক কথায় বলতে গেলে ইয়াং জেনারেশনের কাছে সোশ্যাল মিডিয়া একপ্রকার উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুই যুবতী নাচের ভিডিও তুমুলভাবে ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে এই যুবতীদের নাচের ভিডিও অত্যন্ত বাহবা পেয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাউল গানের সাথে নৃত্যরত দুই যুবতীর নাচের ভিডিও তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে কালো শাড়ি, ঘিয়া রঙের ব্লাউস এবং মাথায় হলুদ ফুল এবং সঙ্গে মানানসই গয়না পরে ‘কালো জলে কুচলা তলে’ গানের সাথে দুইসুন্দরী যুবতী খোলা আকাশের নিচে অপূর্ব সুন্দর ভঙ্গিমায় নাচছেন।
বলাবাহুল্য এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি বাউল গান। সেই গানের সাথে দুই সুন্দরী যুবতীর অপূর্বসুন্দর ভঙ্গিমায় এই নাচ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। ভিডিওটিতে নৃত্যরত দুই যুবতী নাম তনুশ্রী এবং রাখি বাউল। গানের সাথে নাচবার জন্য যেরকম সাজসজ্জার প্রয়োজন এই দুই যুবতী ঠিক সেইভাবেই সেজেছিলেন। এক বছর আগে এই দুই যুবতী ‘ ফোক প্রক্রিয়েশন’ নামক ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করে ছিলেন। এক বছর আগের ভিডিও হলেও বর্তমানে ভিডিওটির ভিউ প্রায় ৩৬ লাখের কাছাকাছি।