April 17, 2024

সপ্তাহান্তে আবার ঊর্ধ্বগতি দেখতে পাওয়া গেল সোনার এবং রুপোর মূল্যের। কিছুদিন আগে সোনার মূল্যে আকস্মিক ধ্বস নামায় পুজোর মরসুমে বেশ আশার আলো দেখছিলেন ক্রেতারা। কারণ এসময়েই আসন্ন উৎসবের জন্য গয়না কেনার পরিকল্পনা করছিলেন অনেকেই। এই দুর্গাপূজা দিয়েই বাঙালির বারো মাসে তেরো পার্বনের সূচনা হয়ে যাবে। কিন্তু আজ আবার দাম বেড়ে যাওয়ায় নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের কপালে।

পুজোর আগে আবার সোনার দাম বাড়ায় বেশ চিন্তায় রয়েছেন সবাই। আজকে গতকালের থেকে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য বেড়ে বর্তমানে হয়েছে ৪৬,৬৫০ টাকা এবং ১ গ্রাম সোনার মূল্য হয়েছে ৪,৬৬৫ টাকা। ২২ ক্যারেট সোনার পাশাপাশি ২৪ ক্যারেট সোনার মূল্যবৃদ্ধিতেও বেশ চিন্তায় পড়েছেন ক্রেতারা। আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য গতকালের থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০,৮৯০ টাকা এবং ১ গ্রাম সোনার মূল্য হয়েছে ৫,০৮৯ টাকা। অন্যদিকে সোনার সঙ্গে দাম বেড়েছে রুপোরও। গতকালের থেকে দাম বেড়ে প্রতি কেজি রুপোর বর্তমান মূল্য হয়েছে ৫৪,২০০ টাকা এবং ৮ গ্রাম রুপোর মূল্য হয়েছে ৪৩৩.৬০ টাকা।

 

দেশীয় বাজারের সোনার মূল্য অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের সোনার মূল্যের উপরে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের মূল্য বৃদ্ধি ঘটলে দেশীয় বাজারেও তার প্রভাব পড়ে। করোনার সময় আন্তর্জাতিক বাজারে আকাশছোঁয়া হয়েছিল হলুদ ধাতুর মূল্য। সেইকারণে দেশীয় বাজারেও সোনার মূল্য হয়েছিল রেকর্ড দর। ২০২১ সালে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সোনার মূল্য হয়েছিল ৫৬,২০০ টাকা। আজকে সোনার দাম আগের দিনের থেকে বৃদ্ধি পেলেও রেকর্ড দরের থেকে ৯,৫৫০ টাকা কম। সোনার দাম আবার করে নাগালের মধ্যে আসার অপেক্ষায় রয়েছেন মধ্যবিত্তরা।