September 15, 2024

চলতি সপ্তাহের তৃতীয় দিনে সোনার দাম অবিশ্বাস্যভাবে কমে গিয়েছে। এই খবর নিঃসন্দেহে ক্রেতাদের কাছে বিশাল প্রাপ্তি। কারণ পুজোর মরশুমে সোনার দাম কমে গেলে অনেকটাই স্বস্তিতে থাকবেন মধ্যবিত্তরা।

বেশ কয়েকদিন ধরে সোনার দামের ক্রমাগত ঊর্ধ্বপতন বেশ চিন্তায় ফেলে দিয়েছিল সবাইকে। আজ অর্থাৎ বুধবার ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট উভয়ের দামই অনেকটা কমে গিয়েছে। আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫০০ টাকা কমে হয়েছে ৪৬,৪০০ টাকা এবং ৮ গ্রামের দাম ৪০০ টাকা কমে হয়েছে ৩৭,১২০ টাকা । পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৪০ টাকা কমে হয়েছে ৫০,৬২০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪ টাকা কমে হয়েছে ৫,০৬২ টাকা এবং ৮ গ্রামের দাম হয়েছে ৪০,৪৯৬ টাকা। সব মিলিয়ে ২২ ও ২৪ ক্যারেট সোনার ১,৮,১০ এবং ১০০ গ্রামের ক্ষেত্রে মোট দাম কমেছে ১২ হাজার টাকারও বেশি । সোনার বাজারে আকস্মিক ধ্বস নামলেও রুপোর মূল্য আগের থেকে বৃদ্ধি পেয়েছে অনেকটাই। গতকাল প্রতি কেজি রুপোর বাটের মূল্য ছিল ৫৩,৪৫০ টাকা যা আজ সকাল ৭টা অনুযায়ী ৭০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪,১৫০ টাকা।

দেশীয় বাজারে সোনার দামের এই আচমকা দাম কমে যাওয়ার পিছনে আন্তর্জাতিক বাজারে সোনার দামের মূল্য অনেকটাই নির্ভরশীল। এর আগে ২০২০ সালে করোনার সময় সোনার দাম আকাশছোঁয়া হয়েছিল। ওই বছরের অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ২২ ক্যারেট সোনার মূল্য ছিল ৫৬,২০০ টাকা যা এখন পর্যন্ত রেকর্ড দর। আজ সোনার দাম রেকর্ড দরের থেকে ৯,৮০০ টাকা কম। ক্রেতারা যে এই কারণে নতুন করে আশার আলো দেখছেন সেটা বলাই বাহুল্য।