September 15, 2024

গত সপ্তাহের প্রথমদিনে সোনার দামের উর্দ্ধগতি দেখতে পাওয়া গেলেও এই সপ্তাহের শুরুতে অনেকটাই পরিবর্তন ঘটেছে সোনার মূল্যের । মূল্যের কিছুটা উত্থান পতন ঘটলেও আশার আলো দেখতে পাচ্ছেন ক্রেতারা।

চলতি মাসের শেষ সপ্তাহে উল্লেখযোগ্যভাবে দাম কমেছিল ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার মূল্যের । গতকাল অর্থাৎ রবিবার ২২ ক্যারাট গয়না সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৭,৩০০ টাকা। আজ সকাল ৭টা অনুযায়ী সেই মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৪৯,৫৫০ টাকায়। অন্যদিকে সকাল ১১টা অনুযায়ী ২২ ক্যারাট হলমার্ক সোনার মূল্য হয়েছে ৪৭,১৫০ টাকা। দামের অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে ২৪ ক্যারাটেও। ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের মূল্য গতকাল ছিল ৫২,২০০ টাকা। আজকে ৭৭০ টাকা কমে সকাল ১১ টা অনুযায়ী দাম হয়েছে ৫১,৪৩০ টাকা। গত দিনের থেকে কমেছে রুপোর বাটের মূল্য। প্রতি এক কেজি রুপোর বাটের গতকালের মূল্য ছিল ৫৫,৪০০ টাকা। আজ প্রতি কেজি রুপোর বাটের মূল্য ১,৪০০ টাকা কমে হয়েছে ৫৪,০০০ টাকা।

২০২০ সালে করোনাকালে সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে এর মূল্য ছিল ৫৬,২০০ টাকা যা এখনো পর্যন্ত রেকর্ড। স্বস্তির খবর এখনো পর্যন্ত সোনার মূল্য রেকর্ড দরকে ছাড়িয়ে যেতে পারেনি। চলতি মাসের শেষ সোমবারে সোনার মূল্য রেকর্ড মূল্যের থেকে ৬,৬৫০ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারের উপরে দেশীয় বাজারের মূল্য নির্ভর করার কারণেই এই রকম মূল্যের উঠা নাম দেখতে পাওয়া যায়।