May 23, 2024

বাস্তু মতে অর্থনৈতিক সংকট এড়াতে কিছু গাছ আছে বাড়িতে লাগানো একেবারেই উচিত নয়। এতে সংসারের অশান্তি যেমন বৃদ্ধি পায় তেমনি অর্থের সংকটও গ্রাস করে। আজ জেনে নেব তেমনি কিছু গাছের কথা।

বনসাই গাছ : বাস্তুশাস্ত্র অনুযায়ী বনসাই গাছ বাড়ির অর্থনৈতিক সংকটকে বাড়িয়ে তোলে। তাই বাড়িতে এইরকম গাছ লাগানো একেবারেই উচিত নয়।

খেজুর গাছ : খেজুর গাছও বাড়ির পক্ষে অশুভ। এই গাছ বাড়িতে থাকলে অর্থের সংকট দেখা দিতে পারে। খেজুর নিঃসন্দেহে শরীরের জন্য পুষ্টিদায়ক একটি শুকনো ফল। বাজারজাত খেজুরের চেয়ে যদি বাড়ির খেজুর পাওয়ার আশায় এই গাছ লাগানো হয় তাহলে ভালো ফল পাওয়া যাবে না।

কাঁটা জাতীয় গাছ : ক্যাকটাস কিংবা ফণীমনসা জাতীয় কাঁটা গাছও বাড়িতে লাগানো উচিত নয়। অনেকেই এই গাছ বাড়ির টবে লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করেন। এতে করে বাড়ির সৌন্দর্য বাড়লেও জীবনে কুপ্রভাব পরে। সেই কারণে এই রকমের গাছ যদি আপনাদের বাড়ির শোভা বৃদ্ধি করে তাহলে অবিলম্বে কেটে ফেলুন।

বট অথবা অশ্বত্থ গাছ : মন্দিরের আশেপাশে অনেকসময় বট অথবা অশ্বত্থ গাছ দেখতে পাওয়া যায়। এই সমস্ত গাছ মন্দিরের পক্ষে শুভ। বাস্তু শাস্ত্র মতে এই ধরণের গাছ গৃহের পক্ষে অশুভ। বাড়ির উঠানে কিংবা বাগানে এইরকম গাছ থাকলে এখনই কেটে ফেলা উচিত। এতে গৃহ শান্তি বজায় থাকবে।

বাড়িতে অনেকেরই গাছ লাগানোর শখ রয়েছে। গাছের পরিচর্যা করতে অনেকেই ভালোবাসেন। গাছ বাড়ির শোভা বাড়ালেও সব গাছ শুভ হয় না । বাস্তু শাস্ত্র অনুসরণ করে গৃহশান্তি বজায় রাখার জন্য তাই এইসব গাছ বাড়িতে রাখা উচিত নয়।