April 19, 2024

সোনার দাম (Gold Price) আজ হঠাৎ করেই আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে আমাদের রাজ্যজুড়ে বিয়ের মরশুম চলছে। যদিও আপাতত বিয়ের মরশুম শেষ হতে আর অল্প কয়েকদিন‌ই রয়েছে, কিন্তু বরাবরের মতোই বিশেষ এই সময়ে এখন‌ও সোনার চাহিদা তুঙ্গে অবস্থান করছে। ফলে চাহিদাসম্পন্ন এই হলুদ ধাতুর দাম মঙ্গলবার আবার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ অর্থাৎ মঙ্গলবার সোনার দাম (Gold Price) প্রতি গ্রামেই লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছে। কলকাতায় আজ অর্থাৎ ৯ আগস্ট ২৪ ক্যারাট পাকা সোনার ১ গ্রাম ও ৮ গ্রামের দাম রয়েছে ৫,২৩১ টাকা ও ৪১,৮৪৮ টাকা। ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৫২,৩১০ টাকা, আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) তুলনায় ৩,৮৯০ টাকা কম রয়েছে। মঙ্গলবার ২৪ ক্যারাট পাকা সোনার ১০০ গ্রামের দাম ৫,২৩,১০০ টাকায় দাঁড়িয়েছে।

এর সাথেই মঙ্গলবার ২২ ক্যারাট হলমার্ক সোনার ১ গ্রাম ও ৮ গ্রামের দাম ৪,৭৯৫ টাকা ও ৩৮,৩৬০ টাকায় অবস্থান করছে। আজ ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের ও ১০০ গ্রামের দাম রয়েছে ৪৭,৯৫০ টাকা ও ৪,৭৯,৫০০ টাকা। অপরদিকে, মঙ্গলবার কলকাতায় সোনার দামের উত্থানের পাশাপাশি আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দাম‌ও (Silver Price) অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম আজ ১,৬০০ টাকা বেড়ে গিয়ে ৫৯,০০০ টাকায় পৌঁছে গিয়েছে। বর্তমান সময়ে সোনার গয়নার পাশাপাশি রুপোর বিভিন্ন ডিজাইনের গয়নার চাহিদাও ভারতীয় বাজারে বেড়ে গিয়েছে, ফলে রুপোর দামের এই উত্থান‌ও সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বেশ চিন্তাতেই রেখেছে।