July 21, 2024

সম্প্রতি হট বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন বাঙালি অভিনেত্রী মৌনী রয় (Mouni Roy)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা ছবিগুলি বর্তমানে বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmāstra ) ছবির শুটিং শেষ করে ছুটির মেজাজে আছেন অভিনেত্রী। তাঁর ছবিগুলি দেখে সেটাই বারবার মনে হচ্ছে। নিজের শরীরের প্রতি বরাবরই বেশ যত্নশীল তিনি। সঠিক ডায়েট এবং শরীরচর্চার কারণে এখনো নিজের গ্ল্যামার এবং সুঠাম শরীর ধরে রাখতে পেরেছেন অভিনেত্রী। তাই বিকিনি কিংবা শাড়ি যেকোনো পোষাকেই পুরুষ অনুরাগীদের মনে ঝড় তুলতে পারেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তাই তাঁর নীল প্রিন্টেড বিকিনি লুকের ছবিতে মুহূর্তের মধ্যেই লক্ষাধিক অনুরাগীরা লাইক করে নিজেদের পছন্দ ব্যক্ত করেছেন ইনস্টাগ্রামে। তাঁদের মতে এই বিকিনির সাথে খোলা চুল এবং ন্যুড মেকাপে মৌনী একবারে লাস্যময়ী জলপরী লাগছেন। বিয়ের পরেও এতটুকু জনপ্রিয়তা কমেনি তাঁর।

বাঙালি হয়েও খুব অল্প সময়েই হিন্দি বিনোদনের জগতে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন মৌনী। বর্তমানে যেসব অভিনেত্রীরা হিন্দি সিরিয়াল জগতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম তিনিও। ২০০৬ সালে ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) সিরিয়াল দিয়ে হিন্দি টেলিভিশন জগতে পা রেখেছিলেন তিনি। এর পরে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সিরিয়াল। তবে একতা কাপুর (Ekta Kapoor) পরিচালিত ‘নাগিন’ (Naagin) সিরিয়ালের মধ্যে দিয়ে তিনি দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও তাঁর অভিনয় দক্ষতা প্রমাণিত। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হলো ‘গোল্ড’ (Gold) ,’মেড ইন চায়না’ (Made in China) প্রভৃতি। অভিনেত্রীর সাথে সাথে তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও। ২০১৮ সালে মুক্তি পাওয়া দক্ষিণের ব্লকব্লাস্টার মুভি ‘কেজিএফ চ্যাপ্টার ১’ (K.G.F: Chapter 1) সিনেমায় একটি আইটেম ড্যান্সে দেখতে পাওয়া গিয়েছিল মৌনিকে। ছোটপর্দার বেশ কিছু ড্যান্স রিয়েলিটি শোতে উপস্থিত হয়েছিলেন অতিথি হিসেবে। এখন ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল চ্যাম্পস’ (Dance India Dance Little Champs) নামক রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখতে পাওয়া যাবে তাঁকে।