March 28, 2024

সাধারণ ভারতীয় চাকুরীজীবি বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ মানুষ বিনিয়োগের জন্য ঝুঁকি সত্বেও বিকল্প খোঁজেন। ভারতীয় পোস্ট অফিস হয়ে উঠেছে এই ধরনের বিনিয়োগের সেরা ঠিকানা।

পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম হলো মান্থলি ইনকাম স্কিম (MIS)। সম্প্রতি সরকারের তরফ থেকে পোস্ট অফিস ন্যাশনাল মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme) সহ স্মল সেভিংস স্কিম গুলির হার ঘোষণা করেছে। যদিও বা সরকার এই সব স্কিমের হার এখনো ৬.৬ % -ই রেখে দিয়েছে।
ন্যূনতম ১০০০ টাকায় পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট খুলতে পারেন। ২০২০ সালের ১ এপ্রিল-এর গাইডলাইন অনুযায়ী ডিপোজিটের পরিমাণ ১০০০-এর গুণিতক হতে হবে। সিঙ্গল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগের সীমা ধার্য্য করা হয়েছে।

নিজের সন্তানের ভবিষ্যতের জন্যে অভিভাবক এবং অভিভাবিকা মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে ১০ বছর বয়স্ক কোন নাবালক নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে। পোস্ট অফিসে বিনিয়োগের সুদের টাকা স্কুলের মাইনে বা সন্তানের ভবিষ্যতের কাজে ব্যবহার করা যেতে পারে।

যদি কেউ সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে ২ লক্ষ টাকা জমা রাখেন তবে বার্ষিক সুদের সাম্প্রতিক হার অনুযায়ী ওই ব্যক্তি মাসিক ১১০০ টাকা সুদ পাবেন । অন্যদিকে কোন অভিভাবক যদি নিজের সন্তানের নামে ৩.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে মাসিক ১৯২৫ টাকা সুদ পাবেন। যদি কেউ ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে প্রতিমাসে ওই ব্যক্তি সুদ হিসেবে পাবেন ২৪৭৫ টাকা। মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট শুরুর পর থেকে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ হলে বন্ধ করে দেওয়া যায়।