বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। তার ফলে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। ইউটিউব চ্যানেল ডান্স স্টার মৌ থেকে আপলোড করা রাহুল দত্তের গাওয়া জনপ্রিয় গান ‘হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সাড়া’ গানের সাথে নাচের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। দর্শকদের মন জয় করে নিয়েছে মৌয়ের অনন্য নৃত্য পরিবেশনা।
জনপ্রিয় গানটিতে নাচ করেছে মৌ। তার পরনে ছিল সোনালী পাড় সাদা রঙের শাড়ি ও সেই রঙেরই ব্লাউজ। এর সাথে মানানসই মেক আপ, সাধারণ বাঙালী মতে শাড়ি পরে সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে খুব সুন্দর লাগছিল মৌকে। এক ভাঙা বাড়ির সামনে তাঁর পরিণত নাচ সবাইকে মুগ্ধ করেছে। নাচের কোরিওগ্রাফি ছিল দুর্দান্ত আর তার সাথে মৌয়ের অনবদ্য অভিব্যক্তি নাচটিকে আরো মনের মত করে তুলেছে।
তাঁর নিজের ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকে নাচের ভিডিও প্রায়ই আপলোড করা হয়। দর্শকেরা মৌয়ের নৃত্য পরিবেশনা দেখে আনন্দ পান। এই ভিডিওটি আপলোড করা হয়েছে এক বছরের আগে। এখনও পর্যন্ত পঞ্চান্ন লক্ষর বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। তার সাথেই দেড় হাজারের বেশি মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। ভিডিওর কমেন্ট বক্স উপচে পড়েছে নেটিজেনদের প্রশংসা বাক্যে।
আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। মৌয়ের ভাইরাল ভিডিওটি সেই কথাই আবার প্রমাণ করল।