March 29, 2024

সোনার দাম (Gold Price) আজ হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে আমাদের রাজ্যজুড়ে রমরমিয়ে বিয়ের মরশুম চলছে। বছরের এই সময়ে সর্বদাই সোনার চাহিদা অনেকাংশে বৃদ্ধিলাভ করে। ফলে চাহিদাসম্পন্ন এই হলুদ ধাতুর দাম বারবার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষদের পকেটে টান পড়েছিল। তারপরে মঙ্গলবার সোনার দাম আবারও বেড়ে যাওয়ায় সাধারণ মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ অর্থাৎ মঙ্গলবার সোনার দাম (Gold Price) খানিকটা বেশি হয়েছে। ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম আজ ২৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৪৮,৬৫০ টাকা হয়েছে। ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ও আজ ২৫০ টাকা বেড়ে ৪৯,৪০০ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম আজ অর্থাৎ ১৯ জুলাই ৩০০ টাকা বেড়ে আজ ৫১,৩০০ টাকা হয়েছে। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আজকের এই দাম ৪,৯০০ টাকা কম রয়েছে।

অপরদিকে, মঙ্গলবার কলকাতায় সোনার দামের উত্থানের পাশাপাশি আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দাম‌ও (Silver Price) খানিকটা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম আজ ৫০০ টাকা বেড়ে গিয়ে ৫৬,২০০ টাকায় পৌঁছেছে এবং প্রতি কেজি খুচরো রুপোর দামও ৫০০ টাকা বৃদ্ধি হয়ে ৫৬,৩০০ টাকা হয়ে গিয়েছে। বর্তমানে সোনার গয়নার পাশাপাশি রুপোর বিভিন্ন ডিজাইনের গয়না পরাও ফ্যাশনে পরিণত হয়েছে, ফলে রুপোর দামের এই উত্থান‌ও সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বেশ চিন্তায় ফেলে দিয়েছে।