May 20, 2024

অজয় দেবগন বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা। একের পর এক হিট ছবি দিয়েছেন যেমন তেমনিই অভিনয়ের জন্য জাতীয় পুরষ্কারও জিতে নিয়েছেন। বর্তমানে শুধু অভিনেতা নয় অজয় দেবগন একজন প্রযোজকও বটে। অত্যন্ত ধনী এই অভিনেতা সম্পর্কে আজ জেনে নেব।

অজয় দেবগন ফাইট মাস্টার বীরু দেবগনের ছেলে। তিনি ফুল অর কাঁটে সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। মূলত অ্যাকশনধর্মী ছবিতেই তিনি কাজ করতেন। পরের দিকে অবশ্য রোম্যান্সধর্মী এবং সিরিয়াস সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তাঁর অভিনীত বিখ্যাত ছবিগুলির নাম হল জখম, হাম দিল দে চুকে সনম, গোলমাল, কোম্পানী, ভগত সিং, সিংঘম ইত্যাদি।

জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি অজয় দেবগন একজন স্বামী ও বটে। বলিউড অভিনেত্রী কাজলকে বিয়ে করেছেন। স্ত্রী কাজল, কন্যা ন্যাসা ও পুত্র যুগকে নিয়ে তাঁর সুখের সংসার।
অভিনেতা হওয়ার সাথে সাথে অজয় একজন প্রযোজকও বটে।

অজয় একজন অত্যন্ত ধনী ব্যাক্তি। তাঁর ২৬০ কোটি টাকার সম্পদ আছে। দুটি বিলাসবহুল বাড়ি আছে মুম্বাইতে। অজয়ের প্রযোজনা সংস্থার মূল্য ১০০ কোটি টাকা। এছাড়া অজয়ের অত্যন্ত দামী গাড়ি আছে, রোভার রেঞ্জ আছে। আছে নিজস্ব একটি এয়ার জেট। যা তিনি পরিবারের জন্য কিনেছেন। বলিউড পৃথিবীর সবথেকে বড় ফিল্ম ইণ্ডাষ্ট্রি। আর এখানে তারকারা ধনকুবের হন। অজয় দেবগন তাঁদেরই একজন।