
অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) ভারতীয় বিনোদন জগতের এক সুপরিচিত ও জনপ্রিয় মুখ। ২০০৯ সালে জি টিভির ‘পবিত্র রিস্তা’ (Pavitra Rishta) ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। ধারাবাহিকের তুমুল জনপ্রিয়তার সাথে সাথেই অঙ্কিতাও দর্শকদের মনে ও ইন্ড্রাস্টিতে নিজের জায়গা পাকাপোক্তভাবে তৈরি করে নিয়েছিলেন।
অঙ্কিতার কথা উঠলেই তার সাথে অবধারিতভাবে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রসঙ্গ চলে আসে। ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে এই দুই তারকা একসঙ্গে কাজ করতে শুরু করেছিলেন এবং তাঁরা ২০১০ সালে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। সুশান্ত ও অঙ্কিতা পরস্পরের সঙ্গে লিভ-ইনে থাকতেন, এমন কী এক ইন্টারভিউতে তাঁরা পরস্পরকে বিয়ের করার পরিকল্পনাও প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত কোনো কারণে সুশান্ত ও অঙ্কিতার সম্পর্ক ভেঙে যায়। পরবর্তী সময়ে ২০২০ সালে সুশান্ত মারা গেলে স্বাভাবিকভাবেই আবারও অঙ্কিতার নাম আবার আলোচিত হয়ে থাকে।
তবে বর্তমানে অঙ্কিতা ব্যবসায়ী ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে সুখে সংসার করছেন, ২০২১ সালের ১৪ ডিসেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি নিয়মিত ভিকির সাথে বিভিন্নরকম ছবি পোস্ট করে থাকেন, এমন কী পাপারাৎজিরাও এই জুটিকে হামেশাই ক্যামেরাবন্দী করে থাকেন। সম্প্রতি তেমনভাবেই পাপারাৎজিদের ক্যামেরায় অঙ্কিতার এক ‘ওপস্ মোমেন্ট’ ধরা পড়েছে। মুম্বইয়ের এক অ্যাওয়ার্ড শো-তে স্বামী ভিকির সঙ্গে অঙ্কিতা উপস্থিত হয়েছিলেন। তিনি এই দিন নীল রঙের এক স্লিভলেস-ব্যাকলেস, ভি-নেক কাটের থাই-স্লিটেড ঝলমলে পোশাক, রুপোলি হাই-হিল ও কানে ঝোলা দুল পরে চুলে মেসি বান করে মানানসই মেকআপে সেজেছিলেন। তবে অনুষ্ঠানে গাড়ি থেকে নামার সময়ে পোশাক বেশি সরে যাওয়ায় তাঁকে হাত দিয়ে বুক ঢেকে রাখতে দেখা যায়। ভিডিওতে স্পষ্টভাবে এই মুহূর্তে তাঁর অস্বস্তি ধরা পড়েছে। নেটদুনিয়ায় অঙ্কিতার ‘ওপস্ মোমেন্ট’-এর এই ভিডিও পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।