
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ ভাইরাল কালো ডোরাকাটা বাঘের বিরল দৃশ্যের ভিডিও । ১৫ সেকেন্ডের এই ভিডিওটি সবারই মুঠোফোনে বর্তমানে বন্দি।
ভারতের জাতীয় পশু বাঘ। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের গর্বে গর্বিত ভারতে বর্তমানে চোরাশিকারিদের দৌলতে বাঘ লুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হয়েছে। চিড়িয়াখানাতেই এখন বাঘের দেখা মেলে। এই অবস্থায় এইরকম বিরল দৃশ্যের সাক্ষী হতে পেরে নেটিজেনরা বেশ আনন্দিত। যদিও জঙ্গলের এই ক্ষিপ্র প্রাণীটিকে সবাই ভয় পায়। তা সত্ত্বেও বাঘেদের কার্যকলাপ ডিজিটাল দুনিয়ার মাধ্যমে দেখতে সবাই ভালোবাসেন।
Tigers are symbol of sustainability of India’s forests…
Sharing an interesting clip of a rare melanistic tiger marking its territory on international Tigers day.
From a Tiger Reserve poised for recovery of an isolated source population with a very unique gene pool. Kudos🙏🙏 pic.twitter.com/FiCIuO8Qj4— Susanta Nanda IFS (@susantananda3) July 29, 2022
বনবিভাগের অফিসার সুশান্ত নন্দার (Susanta Nanda) টুইটে ধরা পড়েছে বিরল প্রজাতির এই বাঘের ভিডিও। উড়িষ্যার (Odisha) সিমলিপাল জাতীয় উদ্যানে (Simlipal National Park) দেখা মিলেছে এই বাঘের। ভাইরাল হওয়া টুইটার ভিডিওতে দেখা গিয়েছে কালো রঙের বাঘটি গাছের গায়ে আঁচড় দিয়ে চলেছে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি। বনদপ্তরে কাজ করার সুবাদে বন্য জন্তুদের এইরকম অনেক কার্যকলাপ ক্যামেরাবন্দি করার সুযোগ পান সুশান্তবাবু। তাঁর টুইটের কারণেই মাঝে মধ্যেই এইরকম ভিডিও দেখার সুযোগ পান নেটিজেনরা। টুইটে তিনি জানিয়েছেন কালো বাঘের মধ্যে অন্যধরণের জিন বর্তমান। সেকারণে ভারতীয় বনবিভাগ এই বাঘ সংরক্ষণ এবং বংশরক্ষার দিকে বিশেষ খেয়াল দিয়েছেন। বাঘের গায়ে ডোরাকাটা দাগের রহস্যের মূল কারন হল মূলত মিউটেশন (Mutation)। এর কারণেই বাঘের গায়ের কালো ডোরাকাটা দাগ বড়ো হয়ে কালো রং ধারণ করে এবং এর মধ্যে সোনালী ডোরাকাটা দাগ দেখতে পাওয়া যায়।
সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ ছাড়াও বন্যপ্রাণী থেকে শুরু করে বাড়ির পোষ্যদেরও নানা ধরণের ভিডিও ভাইরাল হয়। কিছু ভিডিও দেখে গায়ে কাঁটা দিলেও এইসব ভিডিওতে নেটিজেনরা লাইকস এবং কমেন্টস করেন প্রচুর।