Categories
লাইফ স্টাইল

ত্বক হবে দুধের মতো ধবধবে ফর্সা, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেয়ারনেস ক্রিম

দৈনন্দিন জীবনে সুন্দর, নিখুঁত,ফর্সা, মাখন এর মতো মোলায়েম ত্বক যেকোনো নারীরই চাহিদা। কিন্তু বাজারে নামিদামি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেও অনেক সময় আমাদের ত্বকের বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপাদানের সাহায্যে এক ম্যাজিক্যাল ক্রিম বানানো যায়। এটি যদি আপনি প্রতিদিন রাত্রে শোওয়ার আগে মুখে লাগিয়ে ঘুমাতে যান তাহলে অল্প সময়ের মধ্যেই আপনার ত্বকের সমস্ত রকম সমস্যা দূর হবে এবং একটি নিখুঁত মাখনের মতো মোলায়েম ত্বক আপনি উপহার পাবেন ।

ঘরে এই ক্রিমটি (Beauty Tips) বানানোর জন্য প্রথমেই নিতে হবে তিন টেবিল চামচ আলুর রসের স্টার্চ। এছাড়া দিতে হবে তিনটি ভিটামিন ই ক্যাপসুল, এক চামচ টমেটোর রস, দু টেবিল চামচ পাতি লেবুর রস এবং ৫ টেবিল চামচ এলোভেরা জেল।

এই ক্রিমটি বানানোর জন্য প্রথমেই একটি মাঝারি মাপের আলু আপনি ভালোভাবে গ্রেট করে নিন। এরপর ওই গ্রেট করা আলু থেকে ভালোভাবে চিপে রস বের করে নিতে হবে। রস কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন তলায় সাদা পুরু স্টার্চ জমা হয়েছে। এরপর উপর থেকে রসটা না নিয়ে ভিতর থেকে তলায় জমা পুরু স্টার্চটা আপনাকে নিতে হবে। এরপর সেই স্টার্চ এর সাথে একে একে দু চামচ পাতি লেবুর রস ,এক চামচ টমেটো রস এবং ৫ চামচ এলোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন মিশ্রণটি একটি ক্রিমের আকার ধারণ করছে।

এরপর প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় সামান্য নুন জলে একটি তোয়ালে ভিজিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। মুখ ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে আঙ্গুলের সাহায্যে অল্প পরিমাণ ওই ক্রিম নিয়ে ভালোভাবে সারা মুখে মেখে নিয়ে শুয়ে পড়ুন। মাত্র ৭ দিনের ব্যবহারেই আপনি এর উপকারিতা বুঝতে পারবেন।