April 19, 2024

বাস্তুবিদদের পরামর্শে একটুকরো ফটকিরির সাহায্যেই মিটতে পারে দাম্পত্য কলহ থেকে শুরু করে বাস্তুদোষ সব সমস্যাই।

আগেকার দিনে ফটকিরির সাহায্যে জল পরিশোধন করা হত। ওয়াটার পিউরিফায়ারের বিকল্প হিসাবে অনেকেই এখনো ফটকিরি ব্যবহার করেন। বাস্তুবিদদের মতে জল পরিশোধনের পাশাপাশি ভাগ্য পরিবর্তনেও কাজে লাগে ফটকিরি।

বিভিন্ন কারণে দম্পতিদের মধ্যে মনোমালিন্য লেগে থাকা স্বাভাবিক। কিন্তু সেই মনোমালিন্য দীর্ঘস্থায়ী রূপ ধারণ করলে তখন দাম্পত্য জীবনে নানা ধরণের সমস্যা দেখা দিতে পারে। এর থেকে মুক্তি দিতে পারে একটুকরো ফটকিরি। বাড়ির সেন্টার টেবিলের উপরে ফটকিরি রেখে দিলে এই দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আগের তিক্ত সম্পর্কের পরিবর্তে মধুর সম্পর্ক তৈরী হবে স্বামী স্ত্রীয়ের মধ্যে। অনেকের মতে অন্য কারোর নজর লাগলে অনেকসময় নানাধরণের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ফটকিরি সারা গায়ে ঘষে নিয়ে আগুনে পুড়িয়ে দিলে নজর দোষ কাটানো যায়। ব্যক্তিগত কিংবা কর্ম জীবনে অজ্ঞাত কারণে অনেকসময় শুভ কাজে বারংবার বাধা আসতে থাকে। কাজ শুরু করার পরেও শেষ পর্যন্ত ফলপ্রসূ হয় না। এই সমস্যার সমাধানেও কাজে আসতে পারে ফটকিরি। বাড়ির প্রবেশদ্বারে একটুকরো ফটকিরিকে লাল কাপড়ের মধ্যে সুতো দিয়ে বেঁধে রাখলে বাস্তুবিদদের মতে এই সমস্যা দূর হয়ে যাবে।

কথায় বলে ‘বিশ্বাসে মিলায় বস্তু’। বাস্তুশাস্ত্রকে বিশ্বাস করে ফটকিরিকে উপরোক্ত পদ্ধতিতে ব্যবহার করলে ব্যক্তিগত এবং ঘরোয়া সমস্ত সমস্যা দূর হতে পারে।

Disclaimer : বাস্তুবিদদের অভিজ্ঞ পরামর্শ এবং মতামত অনুযায়ী প্রতিবেদনটি লিখিত। ব্যক্তিবিশেষে এর ফলাফল আলাদা হতে পারে।