September 8, 2024

মঙ্গলবারে ধ্বস নামলো সোনার দরে। এর ফলে সপ্তাহের প্রথমেই প্রতি গ্রাম সোনার দামে বেশ বড়োসড়ো পরিবর্তন দেখা গেল। সোনার দামের ওঠা পড়া মধ্যবিত্তদের নজরে থাকে সবসময়। মঙ্গলবারে সোনার দাম কমে যাওয়ায় অনেকটাই স্বস্তিতে তাঁরা। আন্তর্জাতিক বাজারের উপরে ভারতে সোনার মূল্যের ওঠা নাম অনেকটাই নির্ভর করে। মঙ্গলবারের পরে সোনার দাম সবচেয়ে কমে গেল।

সোনার দাম কমে যাওয়া গয়নাপ্রেমীদের জন্যে নিঃসন্দেহে সুখবর। কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের বর্তমান মূল্য ৬০ টাকা কমে হয়েছে ৪,৭০০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম সোনার দাম আগের থেকে ৪৮০ টাকা কমে হয়েছে ৩৭,৬০০ টাকা। একইভাবে ১০ গ্রামের দাম কমে হয়েছে ৪৭,০০০ টাকা এবং ১০০ গ্রামের দাম কমে হয়েছে ৪,৭০,০০০ টাকা। বাজার মূল্য কমেছে ২৪ ক্যারাট সোনারও। বর্তমানে ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের মূল্য হয়েছে ৫,১২৩ টাকা যা আগের দামের থেকে ৭০ টাকা কম। ৮ গ্রামের দাম ৫৬০ টাকা কমে হয়েছে ৪০,৯৮৪ টাকা। ১০ গ্রামের দাম আগের থেকে ৭০০ টাকা কমে বর্তমানে ৫১,২৩০ টাকা হয়েছে। সোনার সাথে সাথে দাম কমেছে রুপোরও। আজকে ৮ গ্রাম রুপোর মূল্য ২.৪০ টাকা কমে ৪৩৯.২০ টাকা হয়েছে। অন্যদিকে ১০০ গ্রামের দাম ৩০ টাকা কমে হয়েছে ৫,৪৯০ টাকা।

করোনার প্রকোপে একসময় বেশ অনেকটাই উর্ধমুখী ছিল সোনার মূল্য। তবে এপ্রিল এবং মে মাসে সোনার মূল্য অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই সময়ের (২০২০) জুন এবং জুলাই মাসে কিছুটা হ্রাস পেলেও অগাস্টের দ্বিতীয় সপ্তাহে সোনার দাম ছিল আকাশছোঁয়া। এই সময় ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম পৌঁছে গিয়েছিল ৫৬,২০০ টাকায়। যা এখনো অবধি রেকর্ড দর। আজ মঙ্গলবার ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম রেকর্ড দরের থেকে ৯,২০০ টাকা কমে হয়েছে ৪৭,০০০ টাকা। মঙ্গলবারে দাম এতটা কমে যাওয়ায় স্বভাবতই অনেকটাই খুশি কলকাতাবাসী।