July 25, 2024

লক্ষীবারের পরের দিনেও অব্যাহত সোনার দামের ঊর্ধ্বগতি। সপ্তাহের দ্বিতীয় দিনে সোনার দামের নিম্নগতি দেখে আশায় বুক বাঁধছিলেন মধ্যবিত্তরা। তবে এখন যেইভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে স্বস্তির নিঃস্বাস ফেলতে পারছেন না গয়নাপ্রিয় মানুষরা।

ক্রেতাদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে গতকালের থেকে ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। গতকাল ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৯,৫৫০ টাকা। আজকে এই দাম ৪০০ টাকা বেড়ে হয়েছে ৪৯,৯৫০ টাকা। একইভাবে ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের মূল্য গতকালের থেকে একই হারে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০,৭০০ টাকা। ২৪ ক্যারাটের মূল্যও বৃদ্ধি পেয়েছে গতকালের তুলনায়। ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের বর্তমান মূল্য গতকালের থেকে ৪০০ টাকা বেড়ে হয়েছে ৫২,৬৫০ টাকা। চোখে পড়ার মতো মূলবৃদ্ধি ঘটেছে রুপোর দামও। গতকাল রুপোর দাম না বাড়লেও আজ গতকালের থেকে ৭০০ টাকা বেড়ে প্রতি কেজি রুপোর বাটের বর্তমান মূল্য হয়েছে ৫৬,২০০ টাকা।

আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে প্রায়শই ওঠা নামা করে সোনার দাম। ২০২০ সালে সোনার দাম রেকর্ড দরে পৌঁছে গিয়েছিল। তখন ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৫৬,২০০ টাকা। বর্তমানে সোনার দামের মূল্য রেকর্ড দরের থেকে কমেছে ৬,২৫০ টাকা। বর্তমানে সোনার বাজারদরের দিকে প্রতিদিনই নজর থাকে ক্রেতাদের। তবে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সবারই কপালে চিন্তার ভাঁজ।