
কিছুদিন আগে নিজের স্ত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) বেবিবাম্প নিয়ে মন্তব্য করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। এইবারে সাংবাদিক সম্মেলনে নিজের এই মন্তব্যের কারণে অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন অভিনেতা।
পরিচালক অয়ন মুখার্জি (Ayan Mukerji) পরিচালিত’ ব্রহ্মাস্ত্র’ (Brahmāstra) ছবির শুটিং চলাকালীন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আলিয়া এবং রণবীর। দীর্ঘদিন সেই সম্পর্ক সবার কাছ থেকে লুকিয়ে রাখার পরে চলতি বছরের এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। বিয়ের কয়েকমাস পরেই নতুন সদস্য আগমনের খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কপুর দম্পতি। পরের মাসে মুক্তি পাবে ছবিটি। এখন এই ছবির প্রমোশনে ব্যস্ত নায়ক নায়িকা দুজনেই।
View this post on Instagram
আসন্ন ছবির কারণে এবং বাবা হওয়ার সংবাদ ভাইরাল হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিংয়ে রয়েছেন অভিনেতা। তবে কিছুদিন আগে প্রকাশ্যে মজা করে করা তাঁর মন্তব্যকে ঘিরে বর্তমানে উত্তাল সামাজিক মাধ্যম। আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। ছবির প্রচারে এখন নানা জায়গায় কপুর দম্পতিকে দেখতে পাওয়া গিয়েছে। তবে ব্যাপকভাবে প্রমোশনে যেতে পারছেন না ‘রালিয়া’ । রণবীরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি আলিয়ার বেবিবাম্পের দিকেই ইঙ্গিত করেছিলেন। তবে সেটি ভালো লাগেনি নেটিজেনদের। গত বুধবার চেন্নাইতে ছবির প্রচারে হাজির হয়েছিলেন আলিয়া এবং রণবীর। সেইসময় নায়ক নায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণের পরিচালক এস এস রাজামৌলী (S. S. Rajamouli) এবং নাগার্জুন (Nagarjuna)।
সাংবাদিক সম্মেলনেই নিজের করা মন্তব্যের কারণে সবার কাছে ক্ষমা চেয়েছেন রণবীর। তিনি জানিয়েছেন নিছক মজা করেই তিনি এই কথা বলেছিলেন। তবে যারা তাঁর এই মন্তব্যে দুঃখ পেয়েছেন তাদের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। আলিয়াও তাঁর এই মজার ছলে বলা কথায় বেশ অবাক হয়েছিলেন। রণবীরের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ভিডিও ভাইরাল হতেই নিজেদের মন্তব্য জানিয়েছিলেন নেটদুনিয়ার মানুষেরা। অনেকের মতে গর্ভাবস্থা কোনো দিক থেকেই মজার বিষয় নয়। আবার অনেকে বলেছিলেন একজন অন্তঃসত্ত্বা মহিলার সম্পর্কে এইরকম কথা বলা উচিত হয়নি অভিনেতার।
View this post on Instagram
অভিনয় দক্ষতা এবং চার্মিং লুকের জন্য অনেক মহিলারই হার্টথ্রব রণবীর। সেই মহিলাদের গর্ভাবস্থা নিয়ে কথা বলায় তাঁর ইমেজের যে অনেকটাই ক্ষতি হল সেটা স্বীকার করে নেওয়াই যায়। তবে অভিনেতা কখনোই নিজের মহিলা ফ্যান ফলোয়ার্সদের মন খারাপ করতে চাইবেন না। ক্ষমা চাওয়ার পরে তাঁর উপরে ক্ষুব্ধ মহিলা অনুরাগীদের ক্ষোভ অনেকটাই কমে এসেছে বলে অনুমান । তবে ভবিষ্যতে এইরকম মজা করার আগে রণবীর যে বারবার ভাববেন সেটা বলাই বাহুল্য।