March 26, 2024

সোনার দাম (Gold Price) সাধারণ মানুষদের চিন্তায় ফেলে দিয়ে চলতি সপ্তাহের লক্ষ্মীবারে কিছুটা হলেও বেড়ে গেল। বর্তমানে দেশজুড়ে বিয়ের মরশুম চলছে, আর তার মধ্যেই সোনা-রুপোর দাম বারংবার ওঠানামা করছে। এই বিষয়টি কারোর কাছেই অজানা নয় যে এই সময়ে বাজারে সোনা এবং রুপোর চাহিদা অনেকটাই বেশি থাকে। অন্যকে উপহার দেওয়ার জন্য বা নিজস্ব ব্যবহারের জন্য অনেকেই এই সময় সঞ্চিত অর্থ দিয়ে সোনার গয়না বা সোনা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকেন। এছাড়াও, এই সময়ে দাঁড়িয়ে রুপোর তৈরি বিভিন্ন ডিজাইনের গয়নার চাহিদাও অনেক বেড়ে গিয়েছে। ফলে সোনা-রুপোর দামের এইভাবে বারংবার পরিবর্তনে সাধারণ মানুষ বেশ চিন্তাগ্রস্ত রয়েছেন।

গত কয়েকদিন ধরে সোনার দাম নিম্নমুখী থাকলেও আজ সপ্তাহের লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে সোনার দাম (Gold Price) বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ সোনার দাম কতটা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ১০০ টাকা, আজকের দাম রয়েছে ৪৯,৪৫০ টাকা। এক‌ইসাথে, ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ও ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ৫০,২০০ টাকায় পৌঁছেছে।

আজ ২৪ ক্যারাট সোনার‌ও দাম বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ৫২,১০০ টাকায় দাঁড়িয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের থেকে (৫৬,২০০ টাকা) ৪,১০০ টাকা কম রয়েছে। অন্যদিকে, কলকাতায় আজ সোনার দাম বাড়লেও রুপোর দামের‌ (Silver Price) পতন ঘটেছে। বৃহস্পতিবার প্রতি কেজি রুপোর বাটের দাম ৪৫০ টাকা বেড়ে গিয়ে ৫৭,৪০০ টাকা হয়ে গিয়েছে। আজ প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ও ৪৫০ টাকা হ্রাস পেয়েছে, আজকের এই দাম ৫৭,৫০০ টাকা রয়েছে।