আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছেন অনেকেই। এমন একজন হলেন ভুবন বাদ্যকার। তাঁর কাঁচা বাদাম গানের জন্য তিনি একজন স্টারে পরিণত হয়েছেন। সোশ্যাল মিডিয়ার ক্ষমতাকে ব্যবহার করে অনেকেই বিখ্যাত হওয়ার জন্য বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। কিন্তু, তা করতে গিয়ে অনেক সময় কিছু বিপদজনক ঘটনা ঘটে যায়। আর সেই বিপদজনক ঘটনার চিত্র বা ভিডিও ভাইরাল হয় নিমেষে।
সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল ইন্সটাগ্রামে। সাইকো_বিহারি (psycho_biihari) নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। এখানে দেখা যাচ্ছে যে, একজন তরুণী রিলস ভিডিয়ো বানানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন। তাঁর সামনে একজন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু, সবথেকে আজব ব্যাপার হল ওই তরুণী একটি মোষের সামনে দাঁড়িয়ে সেই রিলস বানানোর চেষ্টা করছিলেন। ওই তরুণী মোষের সামনে দাঁড়িয়ে শুরু করেন ব্রেক ডান্স। এরপরই ঘটে যায় সেই ঘটনা। যা দেখে আঁতকে উঠলেন নেটিজেনদের।
প্রথমে মোষের সামনে দিব্যি ব্রেক ডান্স করছিলেন ওই যুবতী। প্রথমে সেই মোষ চুপচাপ দাঁড়িয়ে ছিল। এরপর ওই তরুণী মোষের ঠিক সামনে গিয়ে আরও কিছু কায়দা দেখাতে যান। এরপরই সেই মোষ রেগে গুঁতো মেরে দেয় তরুণীকে। মোষের গুঁতো খেয়ে ছিটকে পড়ে যান ওই তরুণী। না দেখে থাকলে এক নজরে দেখে নিতে পারেন ভাইরাল হওয়া এই ভিডিয়ো।
View this post on Instagram
আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে নানান ধরণের ভিডিও মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সারাদিনের পরিশ্রমের পরে একটু বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ সবাই হয়। নানান অদ্ভুত, বিপদজনক বা চমকপ্রদ সবই ভিডিও নেটিজেনদের খুবই পছন্দ।