March 29, 2024

OnePlus 10T লঞ্চের কয়েক ঘণ্টার মধ্যে বাজারে নয়া ফোন আনল OnePlus। Redmi, realme -কে টেক্কা দিতে বাজেট সেগমেন্টে নয়ে ফোন এনেছে চিনা কোম্পানিটি। লঞ্চ হয়েছে OnePlus Nord N20 SE। Nord সিরিজের এই ফোনে Android 12 অপারেটিং সিস্টেমের উপরেই OxygenOS 12.1 স্কিন চলবে। তুলনামূলক কম দামের এই ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও 5,000 mAh ব্যাটারি ও 33 W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। 8 অগাস্ট এই ফোন বিক্রি শুরু করছে OnePlus Nord.

OnePlus Nord N20 SE -তে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে সংস্থার তৈরি OxygenOS 12.1 স্কিন। এই ফোনে রয়েছে 6.56 ইঞ্চি ডিসপ্লে। পাতলা ডিজাইনে এই ফোন নিয়ে এসেছে OnePlus। OnePlus Nord N20 SE -র পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 50 MP সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে একটি 2 MP সেন্সর। ডুয়াল স্পিকারের সঙ্গেই এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। OnePlus Nord N20 SE -তে থাকছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 33 W SuperVooc চার্জিং সাপোর্ট থাকছে। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটে 50 শতাংশ চার্জ হবে এই ফোনের ব্যাটারি।

জুনে একাধিকবার TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে Oppo A57 4G ফোনের নাম বদলে এই ফোন লঞ্চ করেছে OnePlus। OnePlus Nord N20 SE -এর দাম 199 মার্কিন ডলার (প্রায় 15,800 টাকা)। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ হয়েছে। 8 অগাস্ট শুরু হবে বিক্রি। Aliexpress ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোন দেখা গিয়েছে।

এদিকে সম্প্রতি ভারত সহ একাধিক দেশে লঞ্চ হয়েছে কোম্পানির নতুন প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 10T। এই ফোনে শক্তিশালী Snapdragon 8+ Gen 1 চিপসেট দিয়েছে OnePlus। OnePlus 10T -র দাম শুরু হচ্ছে 46,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8 GB RAM + 128 GB স্টোরেজ। 12 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোন কিনতে 54,999 টাকা খরচ হবে। এছাড়াও 16 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 55,999 টাকা। এই ফোনে থাকছে 150 W ফাস্ট চার্জ সাপোর্ট।