
ইন্টারনেটের (Internet) সহজলভ্যতার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ঘটনার ছবি বা ভিডিও এখন সকলের হাতের মুঠোয় চলে এসেছে। কয়েক বছর পূর্বেও সারা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষার জন্য বা খবরাখবর জানার জন্য টেলিভিশন, খবরের কাগজ, রেডিও প্রভৃতির ওপরেই মানুষকে নির্ভর করে থাকতে হতো। কিন্তু এখন বিশ্বায়ন ও আধুনিকীকরণের প্রভাবে পৃথিবীর প্রায় সব প্রান্তেই স্মার্টফোন পৌঁছে গিয়েছে।
হাতের মুঠোয় থাকা ফোনে ক্লিক করলে এক সেকেন্ডেই বিশ্বের দরবার মানুষের সামনে খুলে যায়। তার সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন বেশিরভাগ মানুষের কাছেই বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। নেটিজেনদের এক অংশ মানুষ নিজস্ব প্রতিভার বিকাশ বা বিভিন্ন ঘটনার ছবি-ভিডিও তুলে পোস্ট করে থাকেন, নেটিজেনদের অপর অংশ শুধুমাত্র বিভিন্ন পোস্ট উপভোগ করে থাকেন। এইভাবে সোশ্যাল মিডিয়াতে (Social Media) প্রায় প্রতিদিনই নানা ধরণের ছবি-ভিডিও ভাইরাল হয়ে থাকে। মাঝে মাঝেই ভাইরাল হওয়া ভিডিওতে এমন সব দৃশ্য দেখা যায় যা দেখে রীতিমতো তাক লেগে যায়।
View this post on Instagram
সম্প্রতি তেমনভাবে এক ভাইরাল হওয়া ভিডিওতে এক বৃদ্ধা মহিলার (Old Lady) কীর্তি দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। এই ভিডিওতে প্রায় ৮০-৯০ বছর বয়সে কোঠায় থাকা এক মহিলাকে দেখা গিয়েছে বাইক চালাতে। চামড়া কুঁচকে যাওয়া, দাঁত না থাকা পাকা চুলের এই বৃদ্ধা মহিলার এমন বাইক চালানো সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এই ভিডিও নেটদুনিয়ায় পোস্ট হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। তবে বাস্তবে ওই বৃদ্ধা মহিলা কালো রঙের ভারী বাইকটি মোটেও চালাননি, তিনি শুধুমাত্র বাইকের ওপর বসে পোজ দিয়েছেন। ভিডিওটি বেশ কয়েকবার দেখলে তবেই এডিটিংয়ের কারসাজি ধরা পড়বে। এডিট করা হলেও এমন ব্যতিক্রমী দৃশ্য দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত হয়েছেন।