
বলিউড হোক কি টলিউড (Tollywood) ছোট পর্দা হোক কি বড়পর্দা অভিনেতা অভিনেত্রীরা নিজেদের কার্যকলাপের জন্য মাঝেমধ্যেই দর্শকদের কাছে সমালোচিত হন। ট্রোলিং আর সেলিব্রিটি কথা দুটো যেন সমান্তরালভাবে চলে। আর বিভিন্ন ব্যাপারে সমালোচনা বা ট্রোলিং হতে হতে এই সমস্ত বিষয় গায়ে মাখেন না তারকারা। সাধারণত রিল এবং রিয়েল এই দুটো বিষয় মাঝেমধ্যেই গুলিয়ে ফেলেন নেটিজেনরা। আর তাই এই সমস্ত বিতর্কের সৃষ্টি হয়। সম্প্রতি অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha) আবারো নিজের ছবি পোস্ট করে ট্রোলের শিকার হলেন। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’তে পিংকিজি চরিত্রে রয়েছেন অর্থাৎ মিঠাইয়ের ছোট জায়ের চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যেই ধারাবাহিকে স্যান্ডির বউ পিঙ্কির চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী অনন্যা।
View this post on Instagram
জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই'(Mithai) এ অভিনয় করতে গিয়ে তাঁর চরিত্রের জন্য বেশিরভাগ সময়েই শাড়ি পরতে দেখা যায় অভিনেত্রী অনন্যাকে। কিন্তু পর্দায় লক্ষ্মীমন্ত বৌ এর অভিনয় করলেও রিয়েল লাইফে কিন্তু অভিনেত্রী যথেষ্ট স্টাইলিস্ট। নিত্যনতুন ফ্যাশনেবল পোশাক পরতে খুবই ভালোবাসেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী যথেষ্টই সক্রিয়। তাঁর বিভিন্ন হটলুকের ছবি দেখে রীতিমতো পাগল হয়ে যায় তাঁর ভক্তরা। অভিনেত্রী এমনই একটি হট লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন। ছবিতে অভিনেত্রীকে বিকিনি পরিহিত অবস্থায় জলকেলি করতে দেখা যায়। অভিনেত্রীর এই আগুন ধরানো লুকে রীতিমতো রাতের ঘুম উড়ে গেছে পুরুষদের। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’।
তবে এই দিন ছবি শেয়ার করার পরই তাঁর পোশাক এবং পেশা নিয়ে কয়েকজন কুমন্তব্য করেন। তার মধ্যে একজন লেখেন ‘তাহলে শাড়ি পরে কি লাভ। বাড়িতে বাবা মা ভাই বোন সবাই আছে। আসলে মডেলিং জগৎটাই এরকম। এই কারণেই সংসার টেকে না। টিকবে কেমন করে নিজের স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ….আর থাক’। এভাবেই আর কিছু না বলে চুপ করে যান ওই নেটিজেন। তবে এই মন্তব্য শোনার পর একদমই চুপ করে থাকেননি অভিনেত্রী। অনন্যা পাল্টা লেখেন ‘শাড়ি পরেও লাভ নেই সবটাই এক’। আবার অনেকেই তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। অনেকেই লিখেছেন এই ধরনের নেগেটিভ মন্তব্যে বেশি মাথা না ঘামানোই ভালো।