May 2, 2024

বর্তমানে ভারতীয় মার্কেটে এমন বিশেষ কিছু স্কিম রয়েছে যাতে আপনি একবার বিনিয়োগ করলেই সারাজীবন ধরে সেই যোজনার সুবিধা উপভোগ করতে পারবেন। ভারতীয় জীবনবীমা বা এলআইসি-এর এই সরল পেনশন যোজনা স্কিমের আওতায় আপনি যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন তবে তা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। একবার প্রিমিয়াম জমা দিলেই সারা জীবন ধরে পাবেন পেনশন এর সুবিধা!

২০২১ সালের পয়লা জুলাই এই সরল পেনশন যোজনা স্কিম বাজারে এসেছে। আপনি যদি ৪০ থেকে ৮০ বছর বয়সী হন তবে এখনই এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদনের সুযোগ আছে। মাত্র একবার প্রিমিয়াম দিলেই প্রতিমাসে পাবেন ১২০০০ টাকা। শুধু তাই নয় পলিসি শুরু হওয়ার পরের ছয় মাস যেকোনো সময় লোন পাবেন গ্রাহক।

এই যোজনার আওতায় আপনি যদি পেনশন গ্রহণ করতে চান সেক্ষেত্রে প্রতিমাসে আপনাকে ন্যূনতম হাজার টাকা করে জমা দিতে হবে। যার ফলে প্রতি মাসে ন্যূনতম এমিনিউটি হিসেবে ১২০০০ টাকা করে পাওয়া যাবে। এক্ষেত্রে গ্রাহকেরা প্রতিমাসে একবার পেনশন নিতে পারেন কিংবা তিন মাসে একবার ও ছয় মাসে একবার পেনশন গ্রহণের সুযোগও রয়েছে।

এই সরল পেনশন যোজনার আওতায় আপনাকে আপনি দুইভাবে পেনশন-এর সুবিধা পাবেন। প্রথমত,আপনি নিজেই পেনশন স্কিম গ্রহণ করলে নির্দিষ্ট সময়ের পরে আপনি পেনশন পেতে থাকবেন। আপনার আকস্মিক মৃত্যু হলে নমিনীকে দিয়ে দেওয়া হবে পুরো টাকা। এছাড়াও স্বামী-স্ত্রী একত্রে জয়েন্ট একাউন্ট-এ জয়েন্ট পেনশন পাওয়ার সুবিধাও রয়েছে এক্ষেত্রে। দুজনের মধ্যে একজন কেউ মারা গেলে অপরজন পেয়ে যাবেন পুরো পেনশন এবং দুজনেরই যদি কোন কারণে মৃত্যু হয় তাকে দেওয়া হবে পুরো টাকা!