September 9, 2024

জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) বর্তমানে জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে মুখ্য চরিত্র লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছেন। তিনি দীর্ঘ সময় পর ছোটপর্দায় এই অন্যধারার ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেছেন। তাঁর প্রাণবন্ত অভিনয় দক্ষতায় দর্শকমহলে তাঁর চরিত্র ও সার্বিক ধারাবাহিক বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পর্দার পাশাপাশি মাঝবয়সী এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন অপরাজিতা। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ৩ লাখ ২৯ হাজার মানুষ নিয়মিত ফলো করেন।

সম্প্রতি নিজের পঁচিশতম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে অভিনেত্রী স্বামী অতনু হাজরার সঙ্গে বিয়ের দিনের কিছু ছবি ও সাম্প্রতিক কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন,’আজ রাত পোহালেই কেটে গেলো, ২৫ বছরের বিবাহিত জীবন। ওঠা পড়া আছে কিন্তু প্রতিঘাত নেই দিন গুলো কি ভাবে যে গেলো বুঝলামি না এই বাড়িতেই বয়সে ছোট্ট একটা মেয়ে কিন্তু সম্পর্কে সবার বড় সে আজ সত্যি সত্যিই সবার বড়ই হয়ে গেলো। যখন পরিবার টি তে এসে ছিলাম তখন আমায় নিয়ে আমরা ছিলাম চার জন… আজ আমরা গোটা পরিবার মিলে ১০০ জনের কিছু বেশি গুনতে নেই রোজই সংখ্যা টা বাড়ে তো তাও তো শ্বশুর মশাই আর দিদি শাশুড়ি চলে গেলেন এত তাড়াতাড়ির কি ছিল বাপু বুঝিনা।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

এর সাথেই তিনি যোগ করেছেন,’অনেক শিখেছি তার থেকেও বেশি পেয়েছি পাচ্ছি পেয়ে পেয়ে বুঝছি এখন সংসারে হিরো একজন ই হয় যে পুরোটাই কাঁধে নিয়ে হাঁটে সে হলো আমার শাশুড়ি মা নিজের ভালো লাগার থেকেও আমার ভালো লাগা নিয়ে উনি সদাই চিন্তিত কি আমার ভালো লাগলো না, কি আমি খেলাম না, সারাক্ষন.. কোনো দিনই ক্লান্তি দেখলাম না…. আমি যখন বলি মা আমার জন্য তোমার খুব জ্বালা উনি বলেন লক্ষী যেখানে ঝক্কি সেখানে….. তাই তো মা লক্ষ্মী আমাদের কুল দেবী….. ভাবছেন এত কিছু বললাম বর মশাই এর ব্যাপারে কিছু তো বললাম না ২৫ বছরের বিবাহ বার্ষিকী তে। ওটা নাহয় আমার মনেই থাক আর আপনারা ভেবেই নিন যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে….. আমাদের আশীর্বাদ করুন আমরা যেনো সবাই মিলে এমনি হেসে খেলে থাকতে পারি….. গুরু কৃপাহি কে বলম।’