April 20, 2024

বস্তুত সোশ্যাল মিডিয়া (Social Media) যে অধিকাংশ মানুষের কাছেই এখন বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই কথা আর কারোরই অজানা নয়। কয়েক বছর পূর্বেও বিনোদন বা সময় কাটানোর জন্য টেলিভিশন, খবরের কাগজ, ম্যাগাজিন, সিনেমা, বিভিন্ন অনুষ্ঠান, রেডিও প্রভৃতির ওপরেই মানুষকে নির্ভর করে থাকতে হতো। কিন্তু বর্তমান সময়ে প্রায় সকলের হাতের মুঠোতেই স্মার্টফোন রয়েছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এক ক্লিকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিষয় আমাদের চোখের সামনে চলে আসে। এইভাবেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট ব্যবহারকারীদের সময় কাটাতে ও বিনোদনের উপাদান জোগাতে সাহায্য করে চলেছে।

সোশ্যাল মিডিয়াতে পাখিদের (Bird) বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়ে থাকে। কারোর বাড়ির পোষ্য পাখির কীর্তিকলাপ, হঠাৎ রাস্তায় দেখা কোনো দৃশ্য, কোনো জঙ্গলের পাখির কান্ড প্রভৃতি মিলিয়ে আকছার নানারকম পাখির ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যায়। প্রতিনিয়ত ভাইরাল হ‌ওয়া ভিডিওর সম্ভারের মধ্যে এক অংশ জুড়ে পাখিদের ভিডিও থাকে।

সম্প্রতি তেমনই এক পাখির কথা বলার ভিডিও নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছে। ভাইরাল হ‌ওয়া এই ভিডিওতে এক পাঁচ বছর বয়সী বাচ্চা ছেলের কাঁধের ওপর বসে একটি শালিক পাখিকে কথা বলতে দেখা গিয়েছে। শালিক পাখিটি যেভাবে ওই বাচ্চা ছেলেটির বলা প্রতিটি কথা হুবহু অনুকরণ করেছে তা সত্যিই চমকপ্রদ। ‘Food Of Street’ নামক ইউটিউব চ্যানেল থেকে এক বছর আগে পোস্ট হ‌ওয়া এই ভিডিওর ভিউজ সংখ্যা ২.৬ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে, ৩৩ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। এর আগে টিয়া, কাকাতুয়া প্রভৃতি পাখিদের মানুষের মতো কথা বলতে শোনা গেলেও শালিক পাখির কথা বলার এই বিষয়টি একেবারেই নতুন, কমেন্ট বক্সে নেটিজেনরা এই মন্তব্য পেশ করে নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন।