June 19, 2024

রাজেশ খান্না। বলিউডে তাঁর মত সুপারস্টার কমই পাওয়া যায়। “পুষ্পা আই হেট টিয়ারস্” রাজেশ খান্নার এই ডায়লগ আজও বিখ্যাত। ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি শিল্পী ৭০ দশকে দেশকে মাতিয়ে রেখেছিলেন। সেই সময় রোমান্টিক হিন্দি সিনেমার অপর নামই ছিল রাজেশ খান্না। আজও “ভিগি ভিগি রাতো মে” গানে রাজেশ-জিনাত আমনের সেই দূর্দান্ত কেমেস্ট্রি ভোলার নয়।

কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের গাওয়া এই গান আজও সমান জনপ্রিয়। আর তাইতো এই পুরনো গানকে নিজের নাচের মাধ্যমে নতুন করে প্রতিষ্ঠিত করলেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় নৃত্যশিল্পী মৌ। সাধারণত বর্তমান প্রজন্মের বেশিরভাগ যুবক যুবতী নতুন ট্রেন্ডিং গানে রিল ভিডিও করতেই পছন্দ করেন। কিন্তু মৌ এক পুরনো জনপ্রিয় গানের তালেই নেচে নিজেকে মেলে ধরেছেন।

সম্প্রতি দর্শকদের উপহার দিয়েছেন এই ভিডিওটি। মৌয়ের পরনে এদিন ছিল নীল রঙা শাড়ী ও লাল ব্লাউজ। সুন্দরভাবে সেজেই বাড়ির ছাদের মধ্যেই এদিন নাচলেন তিনি। আসল গানটিতে ডুয়েট হলেও ভিডিওতে তিনি নিজের স্টাইলে নিজের মতো করে একাই নেচেছেন। নাচের কোরিওগ্রাফি ও মৌয়ের অভিব্যক্তি ছিল দারুণ। গানের তালে তালে গানের সমস্ত রোমান্টিকতা এক্সপ্রেশনশ নাচের মধ্যে তুলে ধরেছেন তিনি।

মৌয়ের এই অনবদ্য পারফরমেন্স ইতিমধ্যে পছন্দ করে ফেলেছেন বহু মানুষ। ভিডিওটি দেখে ফেলেছেন এক লক্ষেরও বেশি মানুষ। ভিডিওটি এক বছরের পুরনো হলেও তার নতুন করে ভাইরাল হয়েছে। না দেখে থাকলে আপনিও এইবার দেখে নিন।