July 21, 2024

বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। তার ফলে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। যেকোনো মুহূর্তেই নিজের প্রতিভা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার পোস্ট করে মানুষ হয়ে উঠছেন ভাইরাল। আর এই ভাইরালের তালিকায় রয়েছে আট থেকে আশি সকলে। অনেক বাচ্চার প্রতিভার বিচারে বড়দেরও হার মানায়।

সম্প্রতি ভাইরালের ভিড়ে যুক্ত হয়েছে এইরকমই এক কন‍্যার নাচের ভিডিও‌। এখন ইন্টারনেটে নিত‍্যনতুন গান আমাদের মাতিয়ে রাখে সম্প্রতি ভাইরাল এই ভিডিওতে বাচ্চা মেয়েটিকে এরকমই এক জনপ্রিয় গানের তালে অসাধারণ নাচতে দেখা গেল।

পুজো আসতে আর কয়েকদিন বাকি আর পুজো মানেই নতুন জামা নিয়ে বায়ানাক্কা। সেরকম বায়নার এক বাংলা গান “এবার পূজোয় লাল শাড়ি নেব”তে অসাধারণ নাচল এই কন‍্যা।

এদিন নাচের সাথে মানানসই সাজে সেজেছিল মেয়েটি। তার পরনে ছিল লাল রঙের শাড়ী। মাথায় গোঁজা ছিল ফুল ও হাত ভর্তি চুড়ি ছিল। সবমিলিয়ে একদম মিষ্টি পরী লাগছিল তাকে। সবুজ মাঠের মধ্যে সে সুন্দর ভাবে গানের তালে তাল মিলিয়েছে। নাচের গভীরে ঢুকে নাচকে উপভোগ করেছে। আর তা দর্শকদের মন জয় করেছে। এইটুকু বয়সে তার এত সুন্দর প্রতিভার প্রতিফলন ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সর্বত্র। তরী রয় নামের একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে এই ভিডিও। ইতিমধ্যে প্রায় তিন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে ভিডিওটি। আপনিও না থাকলে দেখে নিন এই অসাধারণ নাচের ভিডিও।