September 17, 2024

এই সপ্তাহের টিআরপি তালিকাতেও (TRP List) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক বাজিমাত করে দিয়েছে। জীবন-মৃত্যুর টানাপোড়েনের খেলা দর্শকদের মনে আরো একবার জি বাংলার এই ধারাবাহিককে জায়গা তৈরি করে নিতে সাহায্য করেছে। মোদক বাড়ির ছোট মেয়ে নিপা ও রুদ্রের রিসেপশনের সময়ে ওমি আগর‌ওয়ালের ছোঁড়া গুলি থেকে সিদ্ধার্থকে বাঁচাতে গিয়ে মিঠাইয়ের বুকে গুলি লেগে যায়। এরপরে সিদ্ধার্থ মিঠাইরানীকে সুস্থ করে তোলার জন্য সবকিছু ভুলে রীতিমতো প্রাণপাত করে দেয়। ধারাবাহিকের চিত্রনাট্যের টানটান এই উত্তেজনাই ‘মিঠাই’-কে গত সপ্তাহের পরে এবারেও প্রথম স্থান দখল করে নিতে সাহায্য করেছে।

টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে গত সপ্তাহের পর এই সপ্তাহেও রয়েছে জি বাংলার আরেক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lakshmi Kakima Superstar)। এবারে চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে ‘আলতা ফড়িং’। অন্যদিকে গতবারের তৃতীয় স্থান দখলকারী ‘গাঁটছড়া’ ও ‘গৌরী এলো’ এই সপ্তাহে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে নেমে গিয়েছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’ চলতি সপ্তাহে আরো একধাপ পিছিয়ে গিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকার (TRP List) প্রথম দশ স্থান দখলকারী ধারাবাহিকের তালিকা:

১)প্রথম- মিঠাই (৮.৪)
২)দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
৩)তৃতীয়- আলতা ফড়িং (৭.৫)
৪)চতুর্থ- গাঁটছড়া (৭.৪)
৫)পঞ্চম- গৌরী এলো (৭.৩)
৬)ষষ্ঠ- ধুলোকণা (৬.৮)
৭)সপ্তম- এই পথ যদি না শেষ হয় (৬.২)
৮)অষ্টম- মন ফাগুন (৫.৯)
অনুরাগের ছোঁয়া (৫.৯)
৯)নবম- উমা (৫.৮)
১০)দশম- খেলনা বাড়ি (৫.১)