April 19, 2024

বর্তমানে বহু ব্যক্তি ব্যাংকের পরিবর্তে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডের পরিবর্তে পোস্ট অফিসই বর্তমানে বিনিয়োগের ভরসা হয়ে দাঁড়িয়েছে। কারণ অন্যান্য জায়গার থেকে পোস্ট অফিস যেমন সুরক্ষিত তেমনি লাভদায়ক।

পোস্ট অফিস বর্তমানে এমন কিছু স্কিম এনেছে যার ফলে ভবিষ্যতে প্রভূত উপকৃত হবেন বিনিয়োগকারীরা। রুরাল পোস্টাল লাইফ ইন্সুরেন্স স্কিমসের (Rural Postal Life Insurance Schemes) আওতায় ‘গ্রাম সুরক্ষা যোজনা’ (Gram Suraksha Yojana) স্কিমটি যেকোনো ব্যক্তির ভবিষ্যৎ সুরক্ষিত করবে। এই স্কিমে যেমন ঝুঁকি নেই তেমনি রিটার্নও ভালো পাওয়া যাবে।

৫৫ থেকে ৬০ পর্যন্ত এই স্কিম অনুযায়ী প্রিমিয়াম দিয়ে অবসরকালীন নিশ্চিত জীবন যাপন করতে পারবেন সাধারণ মানুষ। এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে ১৯। ৫৫ বছর বয়স্ক পর্যন্ত ব্যক্তিরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। প্রতিদিন ৫০ টাকা করে বিনিয়োগ করলে ম্যাচিউরিটির পরে ৩৫ লক্ষ টাকা পাওয়া যাবে। মাসে যদি কোনো ব্যক্তি ১৫১৫ টাকা জমা করেন সেই ক্ষেত্রে পলিসি মূল্য গিয়ে দাঁড়াবে ১০ লক্ষ টাকা। ৫৫ বছরের জন্য বিনিয়োগ করলে এই স্কিম থেকে ৩১,৬০,০০০ টাকা পাওয়া যাবে। কোনো ব্যক্তি যদি ৫৮ বছরের জন্য করতে চান সেক্ষেত্রে পাবেন ৩৩,৪০,০০০ টাকা এবং ৬০ বছরের ক্ষেত্রে এই অর্থের পরিমান গিয়ে দাঁড়াবে ৩৪.৬০ লক্ষ টাকা। চার বছর পর থেকে এই স্কিম থেকে লোনের সুবিধাও পাবেন বিনিয়োগকারীরা। তবে তিন বছর এই যোজনাতে টাকা দিতে না পারলে লোন সারেন্ডার করতে হবে ওই ব্যক্তিকে।

নিজের এবং পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে অনেকেই এখন পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের উপরেই ভরসা রাখছেন। লোকসানের সম্ভবনা এক্ষেত্রে নেই বললেই চলে। উপরন্তু বয়স শেষে নিশ্চিন্তে জীবন কাটানোর সুযোগও পাওয়া যাবে এই পোস্ট অফিসে বিনিয়োগ করলে।