April 19, 2024

সপ্তাহের চতুর্থদিনে প্রকাশিত হল বাংলা সিরিয়ালের টিআরপি (TRP) তালিকা। তালিকায় বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে যা বেশ চাঞ্চল্যকর।

বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় বেশ অদল বদল দেখা যাচ্ছিল। শেষ সপ্তাহেও তা অব্যাহত। এর আগে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) নিজের শীর্ষস্থান হারিয়েছিল। এতে খুব মুষড়ে পড়েছিলেন অনুরাগীরা। কিন্তু খলনায়ক ওমি আগরওয়ালের মৃত্যু, মোদক পরিবারে বোম্ব থাকার কাহিনী এবং সর্বোপরি নায়ক সিদ্ধার্থের জেলে যাওয়ার কারণে মিঠাই সিরিয়ালের গত কয়েকটি এপিসোড ছিল টানটান উত্তেজনায় ভরপুর। গোপালের আশীর্বাদে এই সপ্তাহেও আগের বারের স্থান ধরে রাখতে পেরেছে এই ধারাবাহিকটি। সদ্য প্রকাশিত টিআরপি তালিকায় প্রথমস্থানে রয়েছে মিঠাই। তবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে চমকে দেওয়ার মতো পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে।

ষ্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’কে (Gaatchora) হারিয়ে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকটি। ঈশান এবং গৌরিকে নিয়ে বর্তমানে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার ফলেই এই উত্থান বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ‘আলতা ফড়িং’ (Aalta Phoring) উঠে এসেছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থান নিয়েই এই সপ্তাহে সন্তুষ্ট থাকতে হলো ঋদ্ধি -খড়ির ‘গাঁটছড়া’কে (Gaatchora) । ‘মন ফাগুন ধারাবাহিকের (Mon Phagun) দর্শকদের জন্য এই সপ্তাহটি বেশ খারাপ। কারণ আগের সপ্তাহে অষ্টম স্থানে ছিল এই ধারাবাহিকটি। এই সপ্তাহেও সেই একই স্থানে রয়েছে ঋষি-পিহু জুটি। অন্যদিকে এই সপ্তাহেও ‘লক্ষী কাকিমা সুপারস্টার’(Lokkhi Kakima Superstar) ধারাবাহিকের স্থান অপরিবর্তিত, তবে নম্বর আগের সপ্তাহের থেকে কিছুটা কমেছে । এই সপ্তাহে প্রথম দশে উঠে এসেছে ইন্দ্র এবং মিতুলের ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ধারাবাহিকটি।

এক নজরে রইল এই সপ্তাহের টিআরপি তালিকা:-

প্রথম – মিঠাই -৮.৩
দ্বিতীয় – গৌরী এলো – ৭.৯
তৃতীয় – আলতা ফড়িং – ৭.৫
চতুর্থ – গাঁটছড়া – ৭.৪
পঞ্চম – লক্ষী কাকিমা সুপারস্টার -৭.১
ষষ্ঠ – ধূলোকণা – ৬.৭
সপ্তম -উমা -৬.৪
অষ্টম- মন ফাগুন ,অনুরাগের ছোঁয়া -৬.৩
নবম- এই পথ যদি না শেষ হয় – ৫.৬
দশম – খেলনা বাড়ি -৫.৫