April 20, 2024

আমাদের দেশের সমস্ত জায়গায় এখনও ব্যাঙ্ক পৌঁছায়নি। সেই তুলনায় পোস্ট অফিসের ব্যাপ্তি অনেকটা বেশি। পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সাধারণ মানুষদের জন্য বিশেষভবে সুবিধাজনক ও লাভদায়ক। পোস্ট অফিসের বিভিন্ন স্কিম আছে, যেগুলো গ্রাহকদের অতিরিক্ত হারে সুদ প্রদান করে থাকে। এজন্য গ্রাহকদের মধ্যে স্কিমগুলি বেশ জনপ্রিয়। একাধিক স্কিমের সুদের হার ব্যাঙ্কের তুলনায় বেশি। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে আপনার টাকা দ্বিগুণ হয়ে ফিরতে পারে। তাই এই স্কিমগুলোতে টাকা রাখেন অনেকে। একনজরে এই স্কিমগুলি দেখে নেওয়া যাক।

১. পোস্ট অফিস ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ( Post Office National Saving Certificate)
ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ( National Saving Certificate) বা NSC- তে বর্তমানে সুদের হার ৬.৮%। এটি একটি পঞ্চবার্ষিকী স্কিম। অর্থাৎ ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে বিনিয়োগ করে আপনি কর ছাড়ও পাবেন।

২.পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ( Post Office Sukanya Samriddhi Account)
পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টও ( Sukanya Samriddhi Account) একটি বিশেষ ধরণের সঞ্চয়ী অ্যাকাউন্ট। এটি কেবলমাত্র মহিলাদের জন্য। এই স্কিমে আপনার প্রাপ্ত সুদের হার ৭.৪%। এই স্কিমে টাকা রাখলে তা দ্বিগুণ হবে ৯.৪৭ বছরের মধ্যে।

৩. পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম ( Post Office Senior Citizen Scheme)
এই স্কিমে সুদের হারের পরিমাণ ৭.৪%। এই স্কিমে আপনি টাকা রাখলে আপনার টাকা ৯.৭৩ বছরে দ্বিগুণ হবে। অর্থাৎ প্রায় ১০ বছরে।

৪. লাভজনক স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড ( Public Provident Fund) বা PPF
PPF বেশ লাভজনক একটি স্কিম। এই স্কিমের সুদের হার ৭.১%। এই স্কিমে টাকা রাখলে আপনি প্রায় ১০.১৪ বছরে বড় অঙ্কের রিটার্ন পাবেন।

৫. পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম ( Post Office Monthly Income Scheme)
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম ( Monthly Income Scheme) বা MIS বেশ লাভজনক একটি স্কিম। এই স্কিমের সুদের হার ৬.৬%। এই স্কিম ১০.৯১ বছরে আপনার টাকা দ্বিগুণ করে ফিরত দেবে।

এছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন স্কিম যেমন রেকারিং ডিপোজিট, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদিও আপনাকে বড় অঙ্কের রিটার্ন দেবে।