বাংলা সিনেমার একজন পুরোনো অথচ জনপ্রিয় নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। টলিউড থেকে বলিউড এমনকি সাউথের ছবিতেও যথেষ্ট দক্ষতার সাথে অভিনয় করেছেন তিনি। তাঁর দীর্ঘ কেরিয়ার লাইফে বাংলা ইন্ডাস্ট্রিকে তিনি বহু হিট ছবি উপহার দিয়েছেন। সম্প্রতি জি বাংলার পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’এ ফাটিয়ে সঞ্চালনা করছেন তিনি। তাঁর সঞ্চালনায় ইতিমধ্যেই এই শোটি চরম জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরোনো ভিডিও চাঞ্চল্য সৃষ্টি করেছে নেটদুনিয়ায়।
আসলে ভিডিওটি হল শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় ‘অপুর সংসার’ নামক রিয়ালিটি শো। ২০১৭ সালে এটি শুরু হয়েছিল যদিও বেশ কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। এখানে একবার অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রচনা। সেখানেই টলিউডের বেশ কিছু হিরোদের নিয়ে মজাদার কথা বলেন তিনি। শাশ্বতর প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন একসাথে ৩৫ টা ছবি করার পরও প্রসেনজিতের সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। প্রসেনজিৎ এতটাই ভীতু তাঁকে কখনোই প্রেম নিবেদন করেননি।
শুধুমাত্র সিনেমার নায়ক নায়িকা হিসেবেই কেটে গেল তাঁদের জীবন। এমনকি তিনি যিশু সেনগুপ্তকে নিয়েও অনেক মজার কথা বলেন। শাশ্বত তাঁকে বলেন শেয়াল, গাধা, মুরগী এই তিনটি নাম কাদের নামের সাথে বসাবেন। সময় নষ্ট না করেই অভিনেত্রী জানান শেয়াল অবশ্যই প্রসেনজিৎ। কারণ তিনি খুবই বুদ্ধিমান মানুষ। অপরদিকে দীর্ঘদিন সময় নষ্ট করে এতদিনে সাফল্য পাওয়ার জন্য যিশু সেনগুপ্তকে তিনি গাধার সাথে তুলনা করেন। আর মুরগি তথা দেশি মুরগী হলেন শাশ্বত।
তাছাড়া নিজের প্রেম, জীবন, বিয়ে সবকিছু নিয়েই অকপটে অনেক কথা বলেন অভিনেত্রী। ভিডিওটি অনেক দিনের পুরোনো হলেও নতুন করে নেটদুনিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। মাচা থেকে ছোট পর্দা এমনকি বড় পর্দা সব জায়গাতেই সাফল্যময়ী অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। একটা সময়ের মিস ক্যালকাটা, এমনকি অমিতাভ বচ্চনের নায়িকা হয়েছিল তিনি। এতটা সময় পেরিয়ে আজও তিনি নিজের জনপ্রিয়তা অক্ষুন্ন রেখেছেন।