
‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক গত কয়েকদিন ধরেই আবারও নতুন করে দর্শকদের মন জয় করে নিয়েছে। মোদক বাড়ির ছোট মেয়ে নিপার সাথে সিদ্ধার্থের বন্ধু পুলিশ অফিসার রুদ্রের সম্পর্কের কথা জানা মাত্রই কার্যত ক্ষেপে ওঠেন নিপার মা সুলতাদেবী। তিনি কোনোমতেই রুদ্রকে মেয়ের জামাই হিসেবে মানতে রাজি ছিলেন না, আর তার জন্য অন্যত্র মেয়ের বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করেছিলেন। নিরুপায় হয়ে অবশেষে বাড়ি থেকে পালিয়ে যায় নিপা। পরবর্তী সময়ে মিঠাই-সিদ্ধার্থ ও হল্লা পার্টির পরিকল্পনায় এক গোডাউনের মধ্যে পুরোহিত ডেকে সমস্ত আয়োজন করে নিপা ও রুদ্রের বিয়ে দেওয়া হয়। প্রথমে নিপার মা সুলতাদেবী এই বিয়ে মেনে না নিলেও বাড়ির সকলের বোঝানোর পর নিপা-রুদ্রের বিয়ে মেনে নেন।
View this post on Instagram
এরপর ‘মনোহরা’-তে ধুমধাম করে নবদম্পতির রিসেপশনের আয়োজন করা হয়। সকলের ছোট নিপার আবদারে বাড়ির সকলকেই ‘সঙ্গীত’-এর অনুষ্ঠান অর্থাৎ নাচ-গান করতে হয়। দর্শকদের প্রিয় মিঠাই ও তার উচ্ছেবাবু সিড জনপ্রিয় বলিউডি গান ‘বোলে চুড়িয়া বোলে কঙ্গনা’-র সাথে জমিয়ে নাচ করে, তাদের নাচে পিঙ্কি-স্যান্ডি, শ্রী-রাতুল, নন্দা-রাজীব সকলেই যোগদান করে। এমন কী দাদুকেও দলে টেনে এনে নাচ করানো হয়। আর এই জমজমাট নাচ-গান দেখে দর্শকেরা চরম উচ্ছ্বসিত হয়েছেন। জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক আরো একবার টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছে।
তবে এই আনন্দ অনুষ্ঠানের পরেই ‘মিঠাই’ ধারাবাহিকে উপস্থিত হয়েছে এক চমকপ্রদ মোড়! নিপা-রুদ্রের রিসেপশন চলাকালীন সিদ্ধার্থকে মারার জন্য সেখানে হাজির হয় ওমি আগরওয়াল। তার ছোঁড়া গুলি থেকে উচ্ছেবাবুকে বাঁচাতে গিয়ে মিঠাইয়ের বুকে গুলি লেগে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সিড ও মোদক বাড়ির সকলেই ভীষণ ভেঙে পড়েছে। গুলি বার করার পরে অনেকটা সময় পার হলেও মিঠাইরানীর জ্ঞান ফেরেনি। এবারে কী হতে চলেছে তা নিয়ে টানটান উত্তেজনা বজায় রয়েছে!