
সপ্তাহান্তে আবার হারিয়ে যাওয়া হাসি ফিরে এল সোনার ক্রেতাদের মুখে। গত কয়েকদিন ধরে সোনার দামের যে উর্দ্ধগতি দেখতে পাওয়া গিয়েছিল সপ্তাহের শেষে অনেকটাই নিম্নগতি সোনার মূল্য।
সপ্তাহের দ্বিতীয় দিনের পরে আবার সোনার দাম কমে যাওয়ায় স্বস্তিতে গয়নাপ্রেমীরা। গতকাল ২২ ক্যারাট ১০ গ্রাম গহনা সোনার মূল্য ছিল ৪৯,৯৫০ টাকা। আজকে অর্থাৎ শনিবার এর মূল্য ২৫০ টাকা কমে হয়েছে ৪৯,৭০০ টাকা। একইভাবে ২২ ক্যারাট হলমার্ক সোনার মূল্যও গতকালের থেকে সমান হারে কমে দাঁড়িয়েছে ৫০,৪৫০ টাকা। অন্যদিকে দাম কমেছে ২৪ ক্যারেটেরও। ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম বর্তমানে ৫২,৪০০ টাকা। সোনার সাথে সঙ্গতি বজায় রেখে কমেছে রুপোর দামও। বর্তমানে প্রতি কেজি রুপোর বাটের মূল্য গতকালের থেকে ২০০ টাকা কমে হয়েছে ৫৬,০০০ টাকা। আন্তর্জাতিক বাজারেও কমেছে সোনার দাম। এই কারণেই দেশীয় বাজারেও সোনার দাম কমেছে। বিশ্ববাজারে এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৭৩৭.৮৬ মার্কিন ডলার।
আন্তর্জাতিক বাজারের উত্থান পতন প্রভাব ফেলে সোনার দামে। করোনাকালে ২০২০ সালে সোনার দাম ছিল আকাশছোঁয়া। তখন ২২ ক্যারাট সোনার মূল্য ছিল ৫৬,২০০ টাকা যা এখনো পর্যন্ত রেকর্ড দর বলে ধরা হয়। তবে কিছুদিন আগে সোনার দাম বেড়ে গেলেও এখনো পর্যন্ত রেকর্ড দরকে অতিক্রম করতে পারেনি। রেকর্ড দরের থেকে বর্তমানে ৬,৫০০ টাকা কমেছে। ফলে অনেকটাই স্বস্তিতে গ্রাহকরা।