June 20, 2024

বলিউডে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটতে চলেছে বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। এই খবরে স্বভাবতই খুব খুশি তাঁর অনুরাগীরা।

১৯৬৯ সালে মৃনাল সেনের (Mrinal Sen) কালজয়ী সিনেমা ‘ভুবন সোম’-এ ( Bhuvan Shome) ভয়েস কথক হিসাবে শুরু করেছিলেন তাঁর কর্মজীবন। এর পরে ‘জাঞ্জির’ (Zanjeer) ,শোলে (Sholay), দিওয়ার (Deewaar) প্রভৃতি সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছিলেন। ১৯৯১ সালে ফ্লিমফেয়ারের পক্ষ থেকে তাঁকে ;লাইফটাইম এচিভমেন্ট’ (lifetime achievement) পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। ‘দাদাসাহেব ফালকে’ (Dadasaheb Phalke) পুরস্কারও রয়েছে তাঁর প্রাপ্তির তালিকায় । সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘কেবিসি’(KBC)-র মতো রিয়েলিটি শোতে দীর্ঘদিন ধরে সঞ্চালকের ভূমিকা পালন করে এসেছেন। ‘মিস্টার নটবরলাল’ (Mr. Natwarlal) সিনেমার জন্য সেরা অভিনেতার পাশাপাশি সেরা গায়কের জন্যও পেয়েছিলেন ফ্লিমফেয়ার পুরস্কার (Flimfare Award)। এর পরে ১৯৮৭ সালেও কালজয়ী গায়ক কিশোর কুমারের ( Kishore Kumar) সাথে ‘কৌন হারা কৌন জিতা’ (Kaun Jeeta Kaun Haara) সিনেমায় গানও গেয়েছিলেন।

আগামী ২৩ শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে পরিচালক আর. বাল্কির (R. Balki) নতুন সিনেমা ‘চুপ’ (Chup)। এর আগে বাল্কি পরিচালিত ‘চিনি কম’ (Cheeni Kum), ‘পা’ (Paa) প্রভৃতি সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন বিগ বি। নতুন এই ছবিটি ‘চিনি কম’ এর মতোই সাইকো প্রেমের গল্প বলে জানিয়েছেন পরিচালক। তবে এই সিনেমার প্রধান আকর্ষণ সংগীত রচয়িতা হিসাবে বিগ বির আত্মপ্রকাশ। নিজের অনুভূতি দিয়ে খুব সহজাতভাবে এই সিনেমার জন্য নিজের পিয়ানোয় সুর তুলেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। এটি একটি অনন্য পুরস্কার পরিচালকের কাছে। অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে সুরকার হিসাবে তাঁকে পাওয়াটা বলিউডের পক্ষে নিঃসন্দেহে এক আশীর্বাদ।

ব্যারিটোন কণ্ঠস্বর এবং অভিনয় দক্ষতার কারণে ৮০ এর দশক থেকে বলিউডের ‘শাহেনশাহ’ তিনি। এই বয়সে এসেও সমানভাবে কাজের সঙ্গে জড়িত রয়েছেন। নিত্যনতুনভাবে নিজেকে মেলে ধরছেন অনুরাগীদের কাছে। সুরের জগতে তাঁর এই পর্দাপনে সবাই খুব খুশি। আগামী দিনে তাঁর সৃষ্ট নতুন নতুন সুরের মূর্ছনায় ভেসে যেতে চায় সংগীতপ্রেমী মানুষেরা