বলিউডের (Bollywood) বড় বড় সেলিব্রিটিদের সাথে সাথে তাঁদের সন্তান সন্ততিরা অর্থাৎ স্টারকিডেরাও সমানভাবে আলোচিত হয়ে থাকেন জনসাধারণের মধ্যে। বলিউডের নায়ক নায়িকাদের সাথে সাথে এই সমস্ত স্টারকিডেরা কখন কোথায় যাচ্ছেন, কি করছেন সেই নিয়েও সব সময় খবর হতে থাকে বি-টাউনে। সম্প্রতি কাজল (Kajol) এবং অজয় দেবগনের (Ajay Devgn) কন্যা নাইসাকে (Nysa Devgn) নিয়েও বিভিন্ন মহলে চর্চা চলছে। অজয় কন্যা নাইসা দেবগণ নিজের ফ্যাশন স্টেটমেন্ট এর মধ্য দিয়ে বর্তমানে ‘টক অফ দা টাউন’ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি মায়ের মতনই সুন্দরী এবং ফ্যাশনেবল হয়ে উঠেছেন। নিজের সৌন্দর্যে নাইসা যেকোনো বলিউডের নায়িকাকে হার মানাতে পারবেন, এমনটাই দাবি করছে অনেকেই।
সম্প্রতি নাইসা দেবগনের একটি হট ফ্যাশনেবল ছবি সুপার ভাইরাল (Viral) হয়েছে। আর এই ছবিতে তিনি রীতিমতো নজর কেড়েছেন নেটিজেনদের। এমনিতেই নাইসা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে আক্টিভ থাকেন। মাঝেমধ্যেই তিনি বিভিন্ন রকম লুকের ছবি শেয়ার করে নেটিজেনদের মনে ঝড় তোলেন। কিছুদিন আগে করণ জোহরের এক অনুষ্ঠানে কাজল এসে বলেছিলেন নিজের ফোন নিয়ে খুবই সচেতন থাকেন নাইসা। বাড়িতে ফিরে নিত্যদিনই নিজের ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয় সে। তার ফলে কাজল বা অজয় কোনরকম সুযোগ পান না তার ফোন চেক করার। বাবা অজয় দেবগণ খুবই রক্ষণশীল মেয়ের ব্যাপারে। আপাতত পড়াশোনার জন্য নাইসা দেবগন সিঙ্গাপুরে রয়েছেন। কিছুদিন আগে পরিবারের সাথে ছুটি কাটাতে মুম্বাই ফিরেছেন।
এই দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে অফ শোল্ডার কালো রঙের একটি ওয়েস্টার্ন পোশাক খুব সুন্দর ভাবে ক্যারি করেছেন তিনি। ডিপ ভি নেক এই ড্রেসের সাথে ছিমছাম মেকাপে নাইসাকে অত্যন্ত সুন্দরী লাগছিল। গলায় একটি গোল্ডেন চেন এবং তার হাতে ছিল একটি মিন্ট গ্রিন কালার স্লিং ব্যাগ। কালো রঙের এই পোশাকে নাইসার শরীরী ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই ২০১৭ সালে কাজলের এই একইরকম ড্রেস পরা একটি ছবির সাথে নাইসার ছবির অনেক মিল খুঁজে পেয়েছেন।ইতিমধ্যেই মা মেয়ের সেই ছবি কোলাজ করে আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।