আগামী ছবির কারণে পুরনো তিক্ততা ভুলে আবার নতুন করে কাছাকাছি এলেন সুপারস্টার দেব (Dev ) এবং ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টপাধ্যায় (Prosenjit Chatterjee)। এই খবরে স্বভাবতই দারুণ খুশি সিনেমাপ্রেমী দর্শকেরা।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও নাম করেছেন অভিনেতা দেব। বাবার সঙ্গে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ (Dev Entertainment Ventures) নামে ২০১৭ সালে এই সংস্থা খুলেছিলেন অভিনেতা। ২০০৪ সালে ‘অগ্নিশপথ’ (Agnishapath) সিনেমার মধ্যে দিয়ে অভিনয় জগতে এসেছিলেন দেব। এর পরে ‘আই লাভ ইউ’ (I Love You), ‘প্রেমের কাহিনী’ (Premer Kahini), ‘মন মানে না’ (Mon Mane Na), ‘চ্যালেঞ্জ’ (Challenge), ‘চ্যাম্প’ (Chaamp) ,’কবীর’ (Kabir), সহ একাধিক সিনেমায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেতা। অভিনয় জীবনে সফল হওয়ার পরেই নিজের প্রযোজনা সংস্থা খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অন্যদিকে বিগত কয়েক দশক ধরে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন অভিনেতা প্রসেনজিৎ। হৃষিকেশ মুখার্জি (Hrishikesh Mukherjee) পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ (Chotto Jigyasa) সিনেমায় প্রথমবার শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। এর পরে বাংলা সিনেমাকে একের পর এক হিট বাংলা সিনেমা উপহার দিয়েছেন টলিউডে ‘বুম্বাদা’ নামে সর্বাধিক পরিচিত প্রসেনজিৎ। ‘অমর সঙ্গী’ (Amar Sangi) , ‘চোখের বালি’ (Chokher Bali ), ‘দোসর’ (Dosar), ‘সব চরিত্র কাল্পনিক’ (Shob Charitro Kalponik), ‘অটোগ্রাফ’ (Autograph) ‘ক্ষত’ (Khawto), প্রাক্তন (Praktan) , ‘জাতিস্মর’ (Jaatishwar) প্রভৃতি সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য অনেক পুরস্কারও পেয়েছিলেন তিনি।
বাংলা সিনেমা জগতের এই দুই অভিনেতাকে কমলেশ্বর মুখার্জি (Kamaleshwar Mukherjee) পরিচালিত ‘ককপিট’ (Cockpit) সিনেমাতেই একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। এই সিনেমাটি দেবের প্রযোজিত দ্বিতীয় সিনেমা ছিল। উল্লেখযোগ্য কোনো ভূমিকার পরিবর্তে এই সিনেমায় অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বুম্বাদা। এর পরেই এই দুই অভিনেতার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে বলে জানা গিয়েছিল। তবে ২০২২ সালে এর সম্পূর্ণ বিপরীত চিত্র ধরা পড়েছে। নন্দনে দুই অভিনেতাই সাদা জামা এবং নীল জিন্সে এক ফ্রেমে ধরা দিলেন। নিজেদের আসন্ন ছবি উপলক্ষ্যেই এই মিলন বলে জানা গিয়েছে। চলতি বছরের দুর্গাপূজাতে মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসুর (Pathikrit Basu) নতুন ছবি ‘কাছের মানুষ’ (Kacher Manush)। এই সিনেমাতেই দেব এবং প্রসেনজিৎকে আবারো একসাথে অভিনয় করতে দেখা যাবে। বৃহস্পতিবার এই ছবির প্রচারে অন্য মেজাজে দেখতে পাওয়া গেল দুজনকেই। দেবের সাথে সম্পর্কের অবনতি প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ জানিয়েছেন, তাঁরা হলেন রান্নাঘরের দুটি বাসনের মতো। একসাথে থাকলে ঠোকাঠুকি অনিবার্য। দেব এবং প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন ঈশা সাহা ( Ishaa Saha) এবং সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chattopadhyay)। ‘গোলন্দাজ’ (Golondaaj) ছবির পরে আবার জুটি বাঁধছেন দেব এবং ঈশা। সব মিলিয়ে এই ছবির দিকে বর্তমানে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছেন দর্শক এবং ছবির কলাকুশলীরা।
একই ইন্ডাস্ট্রির দুই নায়কের মধ্যে মনোমালিন্যের ঘটনা এই প্রথম নয়। অনেক ভালো জুটিকেও কয়েকটি সিনেমার পরে আর একসাথে অভিনয় করতে দেখতে পাওয়া যায়নি। তবে সিনেমার স্বার্থে নিজেরদের মধ্যেকার তিক্ত সম্পর্ককে ভুলে একসাথে অভিনয় করেছেন অনেক নায়ক নায়িকারাই। এর ফলে সিনেমার মান যেমন উন্নত হয়েছে, তেমনি দর্শক নিজেদের প্রিয় নায়কদের একসাথে দেখতে পেয়ে খুব আনন্দও পেয়েছেন ।