September 22, 2023

জনপ্রিয় রাজস্থানি গান ‘তু কালী নাগিন সে’ (Tu Kali Nagin Se) এর রিমিক্স ভার্শনে নাচ করে সোশ্যাল মিডিয়ায় তাক লাগিয়ে দিলেন এক গ্রাম্য যুবতী। তাঁর অসাধারণ নৃত্যভঙ্গিমায় মজেছেন নেটিজেনরা।

গত ৬ মাস আগে ‘রাসেল ড্যান্স বিডি’ (Rasel Dance Bd) নামে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড হওয়ার পরে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ভাইরাল ভিডিওটিতে সোনু খুদানিয়ার (Sonu Khudaniya) অ্যালবাম ‘তু কালী নাগিন সে’ থেকে নেওয়া হয়েছে গানটি। ভিডিওটিতে যুবতীটির পরনে ছিল লাল রঙের লেহেঙ্গা চোলি। মানানসই মেকাপ, খোলা চুল এবং লাল রঙের লিপস্টিকে যুবতীটিকে এককথায় খুব সুন্দর লেগেছে। তার উপরে তাঁর এইরকম মনোগ্রাহী উপস্থাপনা এক আলাদা মাত্রা যোগ করেছে। যুবতীটির নাচের মঞ্চ ছিল গ্রাম্য রাস্তা। চারিদিকের সুন্দর গ্রামের দৃশ্যের সাথে তাঁর এই নাচটি যথাযথ মনে না হলেও যুবতীটির অসাধারণ দক্ষতার কারণে খুব সহজেই দর্শকদের মনে ধরেছে। বর্তমানে ভিডিওটির ভিউস সংখ্যা বেশ ভালো জায়গায় পৌঁছেছে। ৮৩ লক্ষ মানুষ ইতিমধ্যে দেখেছেন ভিডিওটি। ৪০ হাজারের উপরে মানুষ পছন্দ করেছেন ভিডিওটিকে। কমেন্টসে বেশিরভাগ নেটিজেনরাই প্রশংসা করেছেন যুবতীটির। এইরকম প্রশংসাসূচক মন্তব্যই আগামী দিনে এইরকম আরো নাচের ভিডিও তৈরী করতে অনুপ্রাণিত করবে যুবতীকে।

বর্তমানে আগের কোন গানের রিমিক্স ভার্সনে নাচ করার প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে। এইরকম ড্যান্স কভারগুলি নেটিজেনরা বেশ পছন্দও করছেন। এইভাবেই সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক অনামী শিল্পীরা বর্তমানে বেশ পরিচিতি পাচ্ছেন। নিজেদের প্রতিভা প্রকাশের মঞ্চ হিসেবে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে এইসব অনামী শিল্পীরা পরিচিতির পাশাপাশি অর্থ উপার্জনের সুযোগও পান।