July 21, 2024

বাঙালি অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের অজশ্র সুন্দর ছবি আপলোড করেন পূজা। সম্প্রতি ছুটি কাটাতে পূজা বন্দ্যোপাধ্যায় সমুদ্রসৈকতে গিয়েছিলেম। তারই কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ছবিতে ছোট্ট মিনি স্কার্ট ও সাদা ডিপ নেক টপে নজর কেড়েছেন সবার।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)


পূজার ভক্ত সংখ্যা প্রচুর। তাঁর ছবিতে প্রচুর লাইক পড়ে। এক সন্তানের মা হওয়ার পরেও অভিনেত্রী পূজা নিজের যেভাবে নিজের ফিগার ও সৌন্দর্য ধরে রেখেছেন তা প্রশংসনীয়। সেই জন্যই পূজার ফিগার দেখে সবাই প্রেমে পড়তেই বাধ্য। বিচে গিয়ে কীভাবে স্কার্ট ও টপে দুরন্ত ফটোসেশান করা যায় তা পূজাকে দেখে শেখা উচিৎ। ক্যাজুয়াল ছোট্ট মিনি স্কার্ট টপে পুরুষদের বুকে আগুন লাগিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)


পূজার থাই লেন্থ এই মিনি স্কার্টটি লেমন গ্রিন রঙের। পূজাকে এই লেমন গ্রিন রং খুবই ভালো মানিয়েছে। এই স্কার্টে রয়েছে সামনের দিকে একটি প্লিট ডিটেলিং। স্কার্টটি ঘের দেওয়া নয়, বরং বডিফিট। যা পূজার সুন্দর শরীরের খাঁজগুলিকে স্পষ্ট করে তুলেছে। স্কার্টের পাশে চেন দেওয়া রয়েছে। এই চেনের জন্য স্কার্টটি খুব সুন্দর ফিট করেছে তাঁকে। সাদা রঙের বডিফিট টপের সঙ্গেই এই স্কার্ট রাউন্ড আপ করেছেন তিনি। এই পেয়ারিং দারুণ মানিয়েছে পূজাকে।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)


টপের ডিপ নেকলাইন আলাদা করে নজর কাড়বেই। প্লাঙ্গিং ডিপ ভি নেকলাইন রয়েছে এই টপে। যা পূজার টপে হট টাচ যোগ করেছেন। এই টপের ডিপ নেকলাইনের পাশাপাশি নুডল স্ট্র্যাপও ছিল দেখার মতো। পূজার এই টপের ভিতরে ইনার ফিট করা ছিল। যার সুইটহার্ট নেকলাইনও নিজের মতো করে সুন্দর। লক্ষনীয় যে বোল্ডনেসের সীমা পার করেননি অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)


এই ড্রেস পরেও বিচ লুকের টাচ ধরে রাখতে চেয়েছেন এজন্য এই স্কার্ট ও টপের সঙ্গে সেরকম অ্যাকসেসরিজও ব্যবহার করেছেন। যা ক্যাজুয়াল আবার আকর্ষণীয়ও। একটি জুটের ব্যাগ সাথে নিয়েছেন অভিনেত্রী। মাথায় রয়েছে বড় টুপি। যা তাঁর মুখকে সরাসরি সূর্যরশ্মি থেকেও বাঁচাচ্ছে আবার স্টাইলিংও করেছে। এরপর অভিনেত্রী পায়ে স্যান্ডাল পরেছেন।