বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রভৃতিকে হাতিয়ার করে এখন এক শ্রেণীর মানুষে প্রতিভাকে সকলের সামনে তুলে ধরছেন। এইরকম এক জনপ্রিয় ইউটিউবার জয়ন্তী চক্রবর্তীর চ্যানেলের এক নাচের ভিডিও নেটিজেনদের মন জিতে নিয়েছে। দ্রুত এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
জয়ন্তী চক্রবর্তীর ‘JC’s World’ নামের ইউটিউব চ্যানেলটি একটি জনপ্রিয় চ্যানেল। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৬৫ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। এই ইউটিউব চ্যানেল থেকে জয়ন্তীদেবী নিয়মিত বিভিন্ন ধরণের জনপ্রিয় গানের সাথে নাচের ভিডিও পোস্ট করেন।
কিছুদিন আগে নিজের চ্যানেলে জয়ন্তী একটি লোকনৃত্যের ভিডিও পোস্ট করেছিলেন। এই ভিডিওতে তিনি অনিন্দ্য রুজের গাওয়া বাংলা লোকগীতি ‘শালতলে বেলা ডুবিলো’-র (Shal Tole Bela Dubilo) সাথে নৃত্য পরিবেশনা করেছেন। তিনি হলুদ শাড়ী ও কালো ব্লাউজ পরেছিলেন। সাথে ছিল মানানসই মেক আপ ও গয়না। একঢাল খোলা চুলে জয়ন্তীদেবীকে আরও সুন্দর লাগছিল। প্রাকৃতিক পরিবেশে সবুজ গাছে ঘেরা খোলামেলা এক জায়গায় ভিডিও শ্যুট করেছেন তিনি। এইজন্য ভিডিও দেখতে আরো ভাল লাগছে। লোকনৃত্যের উপযুক্ত কোরিওগ্রাফি এবং অপূর্ব অভিব্যক্তি দিয়ে জয়ন্তী নৃত্য পরিবেশন করেছেন। ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেটিজেনদের মনে জায়গা নেয়। তাঁরা কমেন্ট বক্সেও জয়ন্তীর নাচ ও সৌন্দর্য্যের ভূয়সী প্রশংসা করেছেন।
আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছেন। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। জয়ন্তীর ভাইরাল হওয়া ভিডিওটি সেই কথাই আবার প্রমাণ করল।