বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তী। বিনোদনের জগত ছাড়া পা দিয়েছেন রাজনীতির ময়দানেও। সেখানেও সফল তিনি। মিমি চক্রবর্তীর অভিনয় নিয়ে কোন কথা বলা চলে না। ‘বোঝে না সে বোঝে না’, ‘পোস্ত’-র মতো চলচ্চিত্র নজর কেড়েছে দর্শকদের। তবে সম্প্রতি শোনা যাচ্ছে সুন্দরী এই অভিনেত্রী আমিষ খাবার ছেড়ে নিরামিষের পথ বেছে নিয়েছেন।
রাজ্যের সাংসদ অভিনেত্রী জানিয়েছেন, “আমি ছোট থেকে জৈন হোস্টেলে থেকেছি। সেখানে নিরামিষ খেয়েছি বহুদিন। তাছাড়া আমার নিরামিষ খেতে ভালো লাগে”। পাশাপাশি অভিনেত্রী আরও জানিয়েছেন, “নিরামিষ খেলে শরীর ভালো থাকে, স্বাস্থ্যের জন্য নিরামিষ খাবার খুবই উপকারি”।
সাধারণত অভিনেতা-অভিনেত্রীদের ডায়েটের মধ্যে থাকতে হয়। নিয়মিত খেতে হয় প্রোটিন যুক্ত খাবার আর নিরামিষ খাবারের মতো স্বাস্থ্যকর এবং ডায়েট সম্মত খাবার হয় না। মিমি আরও জানিয়েছেন, “গত বিধানসভা নির্বাচনের সময় আমাকে অনেক জায়গাই যেতে হয়েছিল, সেই সময় শরীরকে সুস্থ রাখা খুবই দরকার। তাই ওই সময়ও আমি টানা দুইমাস নিরামিষ খাবার খেয়েছিলাম”। তবে অভিনেত্রী একেবারেই যে আমিষ খাবার খাওয়া ছেড়ে দিলেন তা নয়। তাঁর কথায়, তিনি আপাতত নিরামিষ খাবেন যতদিন তাঁর পক্ষে সম্ভব হবে। ইতিমধ্যেই তাঁর খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে সবুজ শাক সবজি, ওটস, পনিরের মতো সামগ্রী।