March 28, 2024

আকাশের দিকে তাকালেই মাঝে মধ্যেই দেখা মেলে হেলিকপ্টারের। সকলেরই ইচ্ছে হয় আকাশ পথে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়ানোর। কিন্তু ইচ্ছে করলেই তো আর উপায় হয় না, সে অনেক টাকার ব্যাপার, যা অনেকের পক্ষেই জোগাড় করা সম্ভব নয়। তার থেকে ভালো নিজেই বানিয়ে নেওয়া যেতে পারে হেলিকপ্টার।

অবাক হচ্ছেন! হবার মতোই ব্যাপার। হেলিকপ্টার বানান কী আর মুখের কথা, সেসব তো বিজ্ঞানীদের কাজ। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি ছোট্ট হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে মাটি থেকে কয়েক ফুট উচ্চতায়। তবে বলে রাখা ভালো ইচ্ছে করলেও তাতে আপনি উড়ে যেতে পারবেন না কোথাও। কারণ, সম্পূর্ণ ভাবে দেশলাইয়ের বাক্সের তৈরি ছোট্ট হেলিকপ্টার সেটি।


ভিডিওতে দেখা যাচ্ছে, টুথপিক ব্যবহার করে বানানো হয়েছে সেই হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ারও। আর বাক্সের মাঝে লাগানো ছোট্ট একটি মোটর, তাতে লাগানো প্লাস্টিকের ব্লেড। যা পুরোপুরিভাবে রিমোট দ্বারা পরিচালিত। বোতামে চাপ দিতেই শো শো শব্দে মাটি থেকে বেশ কিছুটা ওপরে উঠে যাচ্ছে হেলিকপ্টারটি। ইতিমধ্যেই নেটদুনিয়ায় সবার নজরে এসেছে এই খুদে হেলিকপ্টার। নির্মাতাকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। তাঁর এই ছোট্ট প্রয়াসকে অভ্যর্থনা জানিয়েছেন সকলেই।