May 25, 2024

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি সাদা কালো ছবি ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা ছেলে তাঁর মায়ের পাশে দাঁড়িয়ে। দেখে বোঝায় যাচ্ছে বেশ পুরোনো সেই ছবি। অনেকেই বলছেন এটা তো ছোট এ আর রহমান। সত্যিই কি তাই! হ্যাঁ একদম সত্যি কথা। ওই ছবিতে ছোট্ট এ. আর. রহমান তাঁর মায়ের সাথে দাঁড়িয়ে রয়েছেন।

আজ এ. আর. রহমানকে চেনেন না এমন ভারতীয় খুব কমই আছেন। শুধু ভারতে নয় বিদেশের মাটিতেও সমান জনপ্রিয় এ আর রহমান তাঁর শিল্পীসত্তার কারণে। ভারতের মতো দেশে শচীন দেব বর্মণ, রাহুল দেব বর্মণেরর পরে যাদের নাম সঙ্গীত পরিচালকদের মধ্যে রয়েছে তাদের মধ্যে অন্যতম মুখ এ আর রহমান।

তবে শুধু সঙ্গীত পরিচালনা নয়, পাশাপাশি গীতিকার এবং সঙ্গীত শিল্পী হিসেবেও সমানভাবে দক্ষ তিনি। সামনেই ১৫ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। দেখতে দেখতে স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হল। আর স্বাধীনতা দিবসের সকালে ভারতের প্রতিটি প্রান্তে এ আর রহমানের দেশাত্মবোধক গান বাজবে না এমনটা হওয়ার নয়। তবে দেশাত্মবোধক ছাড়াও গেয়েছেন আরও একাধিক গান। হিন্দি চলচ্চিত্রের জন্য গানের পাশাপাশি দক্ষিণের চলচ্চিত্রের গানেও তাঁর অবদান রয়েছে।

তাঁর পরিচালিত গানের তালিকাই রয়েছে ‘জয় হো’, ‘রং দে বাসান্তী’, ‘মা তুঝে সালাম’, ‘ভারত হামকো জান সে প্যায়ারা হ্যায়’ প্রভৃতি। পেয়েছেন একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। তালিকায় রয়েছে পদ্মভূষণ, গ্র্যামী পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার। এছাড়া আরও অনেক খেতাব অর্জন করেছেন তিনি।