মেঘনা হালদারকে মনে আছে? মনে না থাকাই স্বাভাবিক। আসলে বিনোদন জগতে তারকাদের ওঠা পড়া নিত্যনৈমিত্তিক ঘটনা। এই কেউ জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছেন। তাঁকে নিয়ে ভক্তরা পাগল। আবার হিট না দিলেই সেই তারকাই দর্শকদের মন থেকে মুছে যান। তাই মেঘনাকে ভুলে যাওয়াই স্বাভাবিক।
আসলে অনেকে প্রতিভা থাকা সত্ত্বেও ভাগ্যের ফেরে একেবারেই হারিয়ে যায়। অভিনেত্রী মেঘনা হালদার একসময় টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী ছিলেন। একাধিক বাংলা টেলিভিশন সিরিয়ালে, সিনেমায় অভিনয় করেছেন মেঘনা। এমনকি ঝুলিতে রয়েছে দুটি বলিউড ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা। তার মধ্যে একটি ছবিতে মেঘনাই ছিলেন নায়িকা। সাহসী দৃশ্যেও তিনি সাবলীল ছিলেন। তবুও টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি যথাযথ মর্যাদা পাননি।
মণিরত্নম পরিচালিত ‘যুবা’ ছবিতে করিনা কাপুর খানের সঙ্গে অভিনয় করেছিলেন মেঘনা। টলিউড সুপারস্টার জিতের বিপরীতে নায়িকার চরিত্রেও তিনি অভিনয় করেছেন। ছবির নাম জিৎ ও স্বস্তিকা মুখার্জী অভিনীত ফিল্ম ‘সাথীহারা’। কিন্তু এত প্রতিভা সত্ত্বেও ধীরে ধীরে তিনি বিনোদন জগত থেকে উধাও হয়ে গেলেন মেঘনা।
সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সঙ্গে ‘স্বপ্ন’ নামে ফিল্মে অভিনয় করেছিলেন তিনি। অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার সুবাদে বাংলা দূরদর্শনের পরিচিত মুখ ছিলেন মেঘনা। অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থাও খুলেছিলেন। কিন্তু প্রযোজক হিসেবে ক্ষতির মুখে পড়তে হয় তাঁকে। সেই কারণেই ধীরে ধীরে বিনোদন জগত থেকে দূরে যেতে হয় তাঁকে। নিজের কেরিয়ার জীবনে চেষ্টা ছাড়েননি মেঘনা, তবে ভাগ্য ছিল বিপরীত। দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি তাঁকে। সম্প্রতি ‘অবলম্বন’ নামে একটি ছবিতে লিলি চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জিদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।