
সোশ্যাল মিডিয়ায় স্নানের ছবি পোস্ট করে সমালোচনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তবে তাঁর এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে মতানৈক্য দেখতে পাওয়া গিয়েছে।
কাজের ফাঁকে বর্তমানে ছুটির মেজাজে রয়েছেন অভিনেত্রী। নিজের মুসৌরি সফরের বিভিন্ন ছবি অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। এর মধ্যে একটি স্নানের দৃশ্যের ছবি নিয়ে নেটিজেনদের একাংশের অশ্লীল কটাক্ষের মুখে পড়েছেন মধুমিতা। তবে বেশ কিছু নেটিজেনদের মতে তাঁর ছবি সেইভাবে শ্লীলতার সীমা অতিক্রম করেনি। ফলে এখন এই নিয়ে দ্বিমত দেখা দিয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। এইসব বিতর্ককে তোয়াক্কা না করে এখন মনের আনন্দে ছুটি উপভোগ করছেন মধুমিতা। ভ্রমণপ্রিয় এই অভিনেত্রী বরাবরই নিজের মতো করে ঘুরতে ভালোবাসেন। সেইসব সোলো ট্রিপের কাহিনী বহুবার সামাজিক মাধ্যমে দিয়েছেন তিনি। তবে তাঁর পোস্ট করা ছবি নিয়ে এই প্রথমবার বির্তকের সম্মুখীন হলেন না। এর আগেও তাঁর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে গলায় লাভ বাইট নিয়ে ছবি তোলায় বেশ বিতর্কের মুখে পড়েছিলেন। তাঁর বিকিনি পরিহিতা ছবি নিয়েও নানা ধরণের মন্তব্য করেছিলেন নেটিজেনরা। সব মিলিয়ে বিতর্ক এবং মধুমিতা বর্তমানে প্রায় সমার্থক হয়ে গিয়েছে।
View this post on Instagram
বির্তকের সাথে সাথে এখন নিজের কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন অভিনেত্রী। হাতে রয়েছে অনেক কাজের সুযোগ। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘কুলের আচার’ ( Kuler achar) সিনেমাটি। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। বিয়ের পরে মেয়েদের স্বামীর পদবি গ্রহণ করা উচিত নাকি পিতৃদত্ত পদবি এই নিয়েই তৈরী হয়েছে সিনেমার গল্প। টলিউড ছাড়াও দক্ষিণী সিনেমাতেও অভিনয় করার প্রস্তাব পেয়েছেন মধুমিতা। নাম এখনো জানা না গেলেও তার বিপরীতে থাকবেন ওই ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়ক। এখন সেইসব প্রস্তুতির ফাঁকে একটু জিরিয়ে নিতেই তাঁর এই মুসৌরি সফর।