September 17, 2024

‘মহানায়ক’ সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সাথে রোম্যান্সে মত্ত বর্তমানে রাজনৈতিক জগতের অন্যতম বিতর্কিত নাম অর্পিতা মুখার্জী ((Arpita Mukherjee))। ভাইরাল এই ভিডিওকে ঘিরে উত্তাল সমগ্র নেটদুনিয়া।

এসএসসি দুর্নীতি মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বলে পরিচিত অভিনেত্রী এবং মডেল অর্পিতা। টলিউড ইন্ডাস্ট্রিতে তেমনভাবে নিজের পরিচিতি তৈরি করতে পারেননি তিনি। তবে ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শুরু করে সুপারস্টার জিৎ (Jeet) অনেকের সাথেই অভিনয় করেছেন। অভিনেত্রীর চেয়েও বর্তমানে পার্থ ঘনিষ্ঠ বলেই বেশি পরিচিতি পাচ্ছেন এই অভিনেত্রী। গ্রেপ্তার হওয়ার পরে তাঁর পুরনো ছবি এখন বেশ ভাইরাল সামাজিক মাধ্যমে। সমুদ্রের ধারে বিকিনি পরা ছবি থেকে শুরু রোম্যান্সের দৃশ্য সবকিছুই এখন চর্চার বিষয়ে পরিণত হয়েছে। যেসব অভিনেতার বিপরীতে অর্পিতা অভিনয় করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন সোহম। নায়ক হিসেবে বাংলা সিনেমা জগতে বেশ পরিচিতি রয়েছে তাঁর। তবে অভিনেতার সাথে সাথে তাঁর আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য। এই কারণেই বির্তক আরো বেশি করে ঘিরে ধরেছে ভিডিওটিকে । ২০০৯ সালে মুক্তি পেয়েছিল সোহম এবং অর্পিতা অভিনীত জিনা: দ্য এন্ডলেস লাভ’ (Jeena The Endless Love) অ্যালবামটি । এই ছবির আগুন ছুঁয়েছে (Agoon Chhuechhe Mon) গানের দৃশ্যেই সোহমের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন অর্পিতা। তবে সিনেমাটি তেমনভাবে সাড়া ফেলতে পারেনি দর্শকদের মধ্যে।

মহানায়ক সম্মানে ভূষিত হওয়ার পরে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন সোহম। এই সম্মান পাওয়ার যোগ্য তিনি নন বলে অনেকে মন্তব্যও করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেতাকে অর্পিতার সাথে অভিনয় করতে দেখে নেটিজেনরা বেশ বিদ্রুপ করেছেন। এইসব কারণ ছাড়াও ভিডিওটিকে ঘিরে মানুষের ক্ষোভের অন্যতম কারণ হলো গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। সম্প্রতি প্রয়াত গায়ক কেকে (KK)- কে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে দর্শকদের ভালোবাসা হারিয়েছেন গায়ক। অনেক জায়গাতেই তাঁর গান রীতিমতো ব্যান করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই তিনটি কারণেই ভিডিওটি বর্তমানে বেশ সমালোচিত।